কলকাতা, ২৮ জুলাই:- প্রসার ভারতীর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জহর সরকার আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে দুপুরে বিধানসভায় গিয়ে সচিবের হাতে তিনি নিজের মনোনয়ন পত্র তুলে দেন। তৃণমূল কংগ্রেস দলত্যাগী দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর বাবুকে প্রার্থী করেছে। আগামী ৯ অগস্ট একই দিনে ওই আসনে উপ নির্বাচন এবং ফল ঘোষণা হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল সূত্রে খবর জহর বাবুর জন্য চারটি আলাদা মনোনয়ন তৈরি করা হয়েছে যাতে কোনও কারণে একটি মনোনয়ন বাতিল হলেও তাঁর প্রার্থীপদ নিয়ে কোনও সংশয় তৈরির অবকাশ না থাকে। জহরবাবুর মনোনয়ন পত্রে দশজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর রয়েছে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় মঙ্গলবারই জানান, ‘বিধানসভায় আমাদের ২১২ আসন রয়েছে। যার মধ্যে ১০ জন বিধায়কের সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হচ্ছে জহর বাবুকে। কোনও ভুলভ্রান্তি যাতে না হয়, তাই একাধিক মনোনয়ন রয়েছে।’ তৃণমূলের তরফে এই সুযোগ দেওয়ার জন্য দলনেত্রীকে আগেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন আইএএস জহর বাবু। তিনি জানিয়েছেন, এই কেন্দ্রের নানা নীতির বিরুদ্ধে রাজ্যসভায় আওয়াজ তুলবেন তিনি।
Related Articles
স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারত পরিক্রমা নামে দেশব্যাপীকার রেলির আয়োজন।
কলকাতা, ১০ অক্টোবর:- স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় সুরক্ষা বাহিনী বা এনএসজি ‘সুদর্শন ভারত পরিক্রমা’ নামে দেশব্যাপী কার রেলি-র আয়োজন করেছে। গত দোসরা অক্টোবর দিল্লির লালকেল্লা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্ল্যাক ক্যাট কার রেলির সূচনা করেন। এনএসজির ১২জন আধিকারিক ও ৩৫জন কম্যান্ডো ১৫টি গাড়িতে দেশের ১২টি রাজ্যের ১৮টি […]
পরিযায়ী শ্রমিকের বেশে স্মারকলিপি প্রদান চাকুরীপ্রার্থীদের।
সুদীপ দাস, ৮ নভেম্বর:- নিয়োগের দাবীতে এবার ডিভিশনাল কমিশনারকে স্মারকলিপি প্রদান করলো চাকুরীপ্রার্থীরা। সোমবার রিতীমত পরিযায়ী শ্রমিকের বেশে স্মারকলিপি প্রদান করতে আসেন ২০১৪ সালে প্রাইমারী টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত কিন্তু চাকুরী না পাওয়া কয়েকশো প্রার্থী। আন্দোলনের শিরোনাম ছিলো “মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির এক বছর”। প্রার্থীদের বক্তব্য সাত বছর অতিক্রান্ত হলেও তাঁরা চাকরি পাননি। তাঁদের দাবী ২০২০ সালের ১১ই […]
রাত পোহালেই উচ্চমাধ্যমিক, প্রস্তুতি তুঙ্গে কোচবিহারে।
কোচবিহার, ১১ মার্চ :- রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর কোচবিহার জেলায় ২৭ হাজার ২৯৯ জন ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ১২ হাজার ১০৯ জন ছাত্র ও ১৫ হাজার ১৯০ জন ছাত্রী রয়েছে। এবারও উচ্চমধ্যমিকের কাউন্সিলের হিসাব অনুযায়ী ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। তবে গত বারের চেয়ে এবছর প্রায় এক হাজার পরীক্ষার্থী […]








