এই মুহূর্তে জেলা

আরামবাগে পালিত হলো ওয়াল্ড ড্রোনিং প্রিভেনশন ডে।

মহেশ্বর চক্রবর্তী, ২৫ জুলাই:- সারা দেশ জুড়ে ২৫ শে জুলাই পালিত হলো বিশ্ব ডুবে যাওয়া প্রতিরোধ দিবস বা ওয়ার্ল্ড ড্রোনিং প্রিভেনশন ডে। সেই মতো হুগলি জেলার আরামবাগেও এদিন বিশ্ব ডুবে যাওয়া প্রতিরোধ দিবস পালন করা হয়। এদিন আরামবাগের দৌলতপুর এলাকার শ্রীপল্লী গ্রামে একটি বিরাট আকৃতির জলাশয়ে কেন্দ্রীয় এনডিআরএফের দল গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এই দিনটি পালন করে। জানা গিয়েছে, শিশু থেকে যুবকেরা ও বয়স্ক ব্যক্তিরা কিভাবে জলে ডোবার হাত থেকে বাঁচতে পারে সেই বিষয়ে এই এনডিআরএফের দলটি সচেতন করে।

উল্লেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদের ঘোষনা মতো বিশ্ব ডুবে যাওয়া প্রতিরোধ দিবস প্রতিবছর ২৫ শে জুলাই অনুষ্ঠিত হয়। এই বছরও সারা বিশ্বের পাশাপাশি ভারতেও পালিত হয়। এই বিষয়ে এনডিআরএফের ইন্সপেক্টর রাজকুমার শীল জানান এদিন আরামবাগের দৌলতপুর এলাকায় এনডিআরএফের কর্মীরা জলে নেমে এলাকার মানুষকে জলে ডোবা শিশু ও যুবককে কিভাবে বাঁচাতে হবে সেই বিষয়ে হাতে কলমে দেখিয়ে দেন।পাশাপাশি জলে ডুবে যাওয়ার কারনগুলি সম্পর্কে অবহিত করেন। পুকুর, নদী বা জলাশয়ের পাড়ে বসবাসকারী মানুষদের শিশু ও যুবক যুবতীদের জলের স্রোত থেকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়।