সুদীপ দাস, ২৪ জুলাই:- শুক্রবারের পর শনিবার। আবারও পাশ করানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন ছাত্রীদের। দাবি মেটাতে পথ অবরোধও করে পড়ুয়ারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। ঘটনাটি চন্দননগর ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে এবারে উচ্চমাধ্যমিকের মোট ছাত্রী সংখ্যা ১৫০জন। এদের মধ্যে মোট ২৩জন ছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ সেই সমস্ত ছাত্রী ও তাঁদের অভিভাবকদের দাবী বিদ্যালয়ে একাদশ শ্রেনীর নাম্বার উচ্চ মাধ্যমিক পর্ষদে সঠিক পাঠায়নি। সেজন্যই তাঁরা অনুত্তীর্ণ হয়েছে। এই দাবীতে শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা নাগকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রীরা।
পরে এবিষয়ে ছাত্রীদের সাথে প্রধান শিক্ষিকা আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। শনিবারও দুপুরে বিদ্যালয়ে এসে একই দাবীতে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রীরা। ছাত্রীদের দাবি প্রধান শিক্ষিকার দেওয়া সময় মত তাঁরা স্কুলে এসে দেখে গেট বন্ধ। বিদ্যালয়ে কেউ নেই। এরপরই অনুত্তীর্ণ ছাত্রীরা ক্ষোভে ফেটে পরে। কিছুক্ষন পর তাঁরা জ্যোতির মোড়ে জিটি রোড অবরোধ করে। চন্দননগর থানার পুলিস গেলে প্রথমদিকে পুলিশের সাথেও বচসা বাঁধে। পরে পুলিশি হস্তক্ষেপে ছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। সূত্রের খবর কর্তৃপক্ষ ছাত্রীদের দাবী খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। যদিও এবিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।