অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ফেব্রুয়ারি:- শতবর্ষ এ দাঁড়িয়ে অবনমন এর সামনে দাঁড়িয়ে টীম ইস্টবেঙ্গল । এই দলকে নিয়ে আশার বাণী দেখছেন না কেউ। তবে লাল হলুদ এর অনেক যুদ্ধ এর নায়ক ষষ্টি দুলে কিন্তু মনে করছেন এই ইস্টবেঙ্গল দল ঘুরে দাঁড়াবে। তিনি বলছেন , মানুষের জীবনে যেমন জোয়ার ভাটা আসে ইস্টবেঙ্গল দল এও তেমনি হয়েছে। তবে আমি বিশ্বাস করি এই দল ঘুরে দাঁড়াবে অবনমন হবে না। ভবিষ্যতে সোনার দিনও ফিরবে। কি খামতি দেখতে পাচ্ছেন এই দলে ? এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে ষষ্টি বলছেন , দেশীয় ফুটবলারদের সঙ্গে বিদেশী প্লেয়ারদের তফাৎ উনিশ বিশ। সেই চিমা, মজিদ এর মানের বিদেশি আসছে না। এই সময় দাঁড়িয়ে বিদেশি কোচদের রমরমা সময় তে কিন্তু দেশীয় কোচদের অভাব বোধ করছেন ষষ্টি। তিনি জানান , সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য এরা ফুটবলারদের আবেগটা বোঝাতে পারতো কিন্তু এখন কার বিদেশি কোচরা তা পারছেনা। অন্যদিকে ইস্টবেঙ্গল আরেক এর প্রাক্তন তারকা চন্দন দাস যাকে দলের সঙ্গে নিযুক্ত করেছেন দেবব্রত সরকার। তিনি ইস্টবেঙ্গল দলের ভেতরের ব্যাপারে ঢুকতে না চাইলেও তিনি বলছেন, দল ঘুরে দাঁড়াবে ঠিক।
এর আগেও দল খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছে । পরের মরসুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এর যে আই এস এল খেলবে সে বিষয় নিয়ে চন্দন দাসের মন্তব্য, এর ফলে বাংলার তরুণ ফুটবলারদের পক্ষে আরো ক্ষতি হবে কিছু নির্বাচিত ফুটবলারই সুযোগ পাবে । তাই যদি ইস্টবেঙ্গল আর মোহনবাগান আই এস এল আর আই লীগ এক সঙ্গে খেলে তাহলে ভালো হবে। এদিন ডানকুনি সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে পঁচিশতম আমন্ত্রণ মূলক ফুটবল টুর্নামেন্টে হাজির ছিলেন ষষ্টি ও চন্দন। দশ হাজার এর বেশি মানুষ এদিন ফুটবল উপভোগ করেন জেলায় ফুটবল এর আগ্রহ নিয়ে খুশি এই দুই প্রাক্তন তারকা। এদিন ফাইনাল এ বাগুইহাটি স্পোর্টস লাভার্স ৩-০ হারিয়ে গোল এ হারায় বাকসা স্পোর্টিং ক্লাব কে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা মানস রায় ,ডানকুনি পৌরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম , পূর্তের কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায়।Related Articles
খসড়া ভোটার তালিকা প্রকাশ হলেও , শুরু হয়েছে সংশোধনের কাজ।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যের খসড়া ভোটার তালিকা সোমবার প্রকাশিত হয়েছে।একই সঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। যা চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। এসময় অনলাইন এবং অফলাইন দু ভাবেই ভোটার তালিকায় নাম তোলা এবং এপিক কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে আবেদন জানানোর পাশাপাশি www.nsvp.in অথবা voterportal.eci.gov.in […]
দুবাই ফেরত শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি নিয়ে চাঞ্চল্য কালিয়াচকে।
মালদা, ১৫ ডিসেম্বর:- দুবাই ফেরত সাত বছরের এক শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচকে। বুধবার ওই শিশুটি কালিয়াচকে তার মামার বাড়িতে আসতেই জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ টিম সেখানে পৌঁছায়। শিশু, তার মা, বাবা, দিদি সমেত মোট ছ জনের লালার নমুনা সংগ্রহ করা হয়। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে […]
চিনা মাঞ্জায় জখম হাওড়ার যুবক।
হাওড়া, ২০ আগস্ট:- ফের চিনা মাঞ্জা সুতোয় জখম হলেন বাইক আরোহী এক যুবক। রবিবার বিকেলে হাওড়ার সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়েতে ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে, জখম যুবকের বাড়ি শিবপুরের নবান্ন এলাকায়। তিনি হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে ঘটে ওই ঘটনা। চিনা মাঞ্জার সুতোয় তাঁর নাকে গভীর ক্ষত হয়। কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে এসে […]