কলকাতা, ১৯ জুলাই:- কোভিড বিধির কড়াকড়ি রাজ্যে পর্যটন শিল্পে যেন কোন ক্ষতি না করে সেই বিষয়টি মাথায় রাখার জন্যে রাজ্য সরকার বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। দীর্ঘ লকডাউনের কারনে ক্ষতিগ্রস্থ পর্যটন শিল্পে কোভিড বিধির কড়াকড়ি কিছুটা শিথিল করার নির্দেশ দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসকদের চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে খরচের কথা মাথায় রেখে পর্যটকদের আরটিপিসিআর পরীক্ষার বদলে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাকে গুরূত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এইদিকে কোভিড সংক্রমন নিয়ন্ত্রনে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রের সঙ্গে দক্ষিন চব্বিশ পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জ ও মৌসুনী দ্বীপে বেড়াতে যাওয়ার জন্যেও পর্যটকদের আবশ্যিক ভাবে কোভিড বিধি মানতে হবে বলে গতকাল সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে পর্যটকদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিন নেওয়ার দুটি ডোজের শংসাপত্র থাকতে হবে বলে জানান হয়েছে।