সুদীপ দাস,৩ জুলাই:- হুগলী চুঁচুড়া-শহর তৃণমূল এসসি,এসটি,ওবিসি সেলের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চকবাজার দেবীপার্ক এলাকায়। দেবীপার্কের ৬নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে এই শিবির অনুষ্ঠিত হয়। মূলত সংগঠনের শহর সভানেত্রী অনিন্দিতা মন্ডল আয়োজিত এই শিবিরকে সাধারন শিবির বলা ভূল হবে কারন দলীয় বহু নেতা-মন্ত্রীর উপস্থিতি ও কর্মীদের উৎসাহ-উদ্দীপনায় এই শিবির উৎসবের রূপ নেয়। সকাল থেকে বহু মানুষ এখানে রক্তদান করতে আসেন। সকালে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপর প্রদীপ প্রজ্জ্বলোন করে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক।
এদিন বিভিন্ন সময়ে এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না, তৃণমূল এসসি,এসটি,ওবিসি সেলের রাজ্য সভাপতি অধ্যাপক তাপস মন্ডল, জেলা সভাপতি প্রদীপ বাসফোঁড়, তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব, চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ দাস, চুঁচুড়ার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জী, তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অসিম মাঝি সহ বহু তৃণমূল নেতৃত্ব। সকলকেই এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে সাদরে অভ্যর্থনা জানানো হয়। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। শতাধিক মানুষ এখানে রক্তদান করতে উপস্থিত হলেও চুঁচুড়া হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ক্ষমতা না থাকায় বেশীরভাগ মানুষকেই রক্ত না দিয়ে ফিরে যেতে হয়। এদিন সর্বমোট ৫৩ জন এখানে রক্তদান করেন।