ধনিয়াখালি, ১৯ জুন:- আবারও শ্লীলতাহানির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এবার খুড়তুতো বোনকে শ্লীলতাহানির অভিযোগ দাদার বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ধনিয়াখালির পারামবুয়া গ্রাম পঞ্চায়েতর বিষ্ণুপুর গ্রাম। অভিযোগের ভিত্তিতে খুড়তুতো বোনকে শ্লীলতাহানির অভিযোগে ধনিয়াখালি থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত দাদাকে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে মারপিটের ঘটনায় অভিযুক্তের বাবাকেও গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা পেশায় একজন স্বাথ্য কর্মী। দুই পরিবারের মধ্যে বাড়ির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই নাকি গন্ডগোল ছিলো। এদিন সেই গন্ডগোল বাড়ে। সকালে নিগৃহীতা যুবতি যখন বাড়িতে ঘুমাছিলেন তখন আবারও দুই পরিবারের মধ্যে বচসা থেকে মারপিট শুরু হয়। যুবতিটি তার বাবা ও কাকাকে মারপিট থেকে বিরত করতে গেলে তার কাকা তাকে মারধর করে এবং তার খুড়তুতো দাদা মেয়েটিকে অন্য ঘরে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যৌনাঙ্গে লাথি মারা থেকে শুরু করে বুকে লাথি মারে এবং গোপন জায়গায় হাত দেয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।
Related Articles
চতুর্থ দফার ভোটে আগামী সোমবার রাজ্যের ৮ আসনে ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ।
কলকাতা, ১১ মে:- লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী সোমবার রাজ্যের মোট পাঁচ জেলার ৮ আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে এক কোটি ৪৫ লক্ষ ৩০ হাজারের বেশি ভোট দাতা মোট ৭৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭১ লক্ষ ৪৫ হাজার ৩৭৯ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের […]
পুজোর আগেই অগ্রাধিকার ভিত্তিতে হবে কাজ। বৈঠকে সিদ্ধান্ত পুরনিগমের কর্তাদের।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- পুজোর আগেই অগ্রাধিকার ভিত্তিতে হবে কাজ। বালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত পুরনিগমের কর্তাদের। হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকালই প্রথমবার বালিতে এসে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। হাওড়া পুরসভার বালি অফিসের কনফারেন্স হলে ওই সভায় বিধায়ক, বিদায়ী কাউন্সিলররা সহ পুরনিগমের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত […]
কৃষি আইন বাতিলের পর জমিতে নেমে ধান ঝাড়াই মন্ত্রী বেচারামের।
হুগলি, ১৯ নভেম্বর:- শুভবুদ্ধির উদয় হয়েছে। জনগন যে শক্তি, সেটা তারা বুঝতে পেরেছে বলে কৃষি আইন প্রত্যাহার করেছে। কটাক্ষ করেছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করার পর বেচারাম মান্না জমিতে নেমে কৃষকদের সাথে ধান ঝাড়াই করেন। তিনি আরো বলেন, সিঙ্গুরে বামফ্রন্ট সরকার জোর করে কৃষি জমি অধিগ্রহন করে পিছু […]