আরামবাগ, ১৫ জুন:- মৃত বিজেপি কর্মীর মেয়ের পড়াশোনার দায়িত্বভার নিলেন হুগলি জেলার পুড়শুড়া বিধান সভার বিধায়ক বিমান ঘোষ। মানবিক দৃস্টান্ত স্থাপন করায় এলাকার মানুষ সাধুবাদ জানায় এলাকার মানুষ। জানা গিয়েছে বেশ কয়েক দিন আগে পুড়শুড়া বিধানসভার বাসিন্দা কৃষ্ণকান্ত মন্ডল হৃৎরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত ছিলেন। কৃষ্ণকান্তবাবু মারা যাওয়ার খবর পেয়ে বিধায়ক বিমান ঘোষ এদিন তাঁর বাড়িতে যান। উনি ওনার বাড়ির লোকজনের সাথে কথা বলেন এবং ওনার মেয়ের পড়াশোনা খরচ নিজের কাধে তুলে নেন।
এই বিষয়ে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ জানান, দলের দুর্দিনের পুরশুড়ার নিষ্ঠাবান কার্যকর্তা আমাদের গুরুজন স্বর্গীয় কৃষ্ণ কান্ত মন্ডলের অকাল প্রয়াণে ওনার শোকস্তব্দ পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়ে ওনার মেয়ের সমস্ত পড়াশোনার দায়িত্ব ভার আমি নিজে হাতে বহন করবো এই প্রতিজ্ঞা নিলাম। পাশাপাশি এদিন তিনি গত প্রকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ঘোলদিগরুই গ্রাম পরিদর্শন করেন এবং বিজেপির কার্যকর্তা ঝন্টু জানার পিতা এর আত্মার শান্তি কামনায় ওনার পরিবারের সহিত সৌজন্য সাক্ষাৎক করেন। সবমিলিয়ে পুড়শুড়ার মানুষ এই ভাবে বিধায়ককে কাছে পেয়ে খুব খুশি।