কলকাতা , ১ জুন:- দুয়ারে ত্রাণ। ইয়াসে ক্ষতিগ্রস্ত পাঁচটি জেলায় ৩ জুন থেকে দুয়ারে ত্রাণ ক্যাম্প শুরু হবে। মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে পাঁচ জেলাশাসকদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। জেলাশাসক দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল এবং কলেজ ক্যাম্পাসে এই ক্যাম্প হবে আধিকারিকরা ক্ষতিগ্রস্তদের কাছে দরখাস্ত নেবেন। তারপর দরখাস্ত অনুযায়ী বিডিওরা এলাকায় গিয়ে সরজমিনে খতিয়ে দেখবেন। দুয়ারে ত্রানের জন্য নির্দিষ্ট মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। ওই অ্যাপ এ বিডিও র চাক্ষুষ দেখা তথ্য আপলোড করতে হবে। দরখাস্তের সঙ্গে সেই তথ্য মিলিয়ে নেওয়া হবে।
তারপর ত্রাণের অর্থ ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। কোনও ভাবেই কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না। মুখ্যসচিব এদিন জানিয়ে দেন, কোনও এলাকার ৩৩ শতাংশ কৃষি জমি ক্ষতিগ্রস্ত হলে, সেই সব জমির কৃষক দের কৃষক বন্ধুর প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। যদি ওই এলাকার কোনও ক্ষতিগ্রস্ত কৃষকের নামব কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত না থাকে, তবে তাদের দরখাস্তের ভিত্তিতেই ক্ষতি পূরণ দেওয়া হবে। এদিনের বৈঠকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়ার জেলা শাসকদের ডাকা হয়েছিল। ঠিক হয়েছে এই পাঁচ ক্ষতিগ্রস্ত জেলার বাইরে হুগলির যে অঞ্চলে টর নেডো র কারনে ক্ষতি হয়েছে। সেখানে আলাদা করে ক্যাম্প করে ক্ষতি পূরণের ব্যাবস্থা করা হবে।