সুদীপ দাস , ২৩ মে:- কাজের সন্ধানে পাড়ার বন্ধুর সঙ্গে গিয়েছিল বাড়িতে বলেছিল চিন্তা করো না আর দশ দিন পরে ফিরব। কিন্তু গতকাল রাতে জগদ্দল থানা থেকে ফোন এলো আবদুল আজিম আর নেই। চুঁচুড়া থানা ঈশ্বরবাদ এলাকার 35 বছরের আব্দুল আজিম তার পাড়ার বন্ধু ইন্দ্রজিতের সাথে গত মঙ্গলবার রাতে কাজে যাচ্ছি বলে গিয়েছিল বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় আব্দুল বলেও তার ফিরতে আট দশ দিন দেরি হবে পরিবারের একমাত্র রোজগেরে আব্দুলের কোন ফোন না পেয়ে ইন্দ্রজিতের বাড়িতেও গিয়েছিল তার পরিবার কিন্তু তাদের বাড়ি থেকে জানানো হয়েছিল আব্দুল ইন্দ্রজিতের সাথেই আছে কিন্তু গতকাল রাত্রে জগদ্দল থানা থেকে বাড়িতে কি ফোন আছে এবং তাতে জানানো হয় আব্দুল মারা গেছে। তার দেহ থানায় রয়েছে শনাক্তকরণের জন্য আসতে এই খবর শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে আব্দুল এর পরিবারের বাবা-মা স্ত্রী ও দুই সন্তানের। একমাত্র রোজগেরে ছিল আর আব্দুল বন্ধুর সঙ্গে কাজে গিয়েছিল কিন্তু কিভাবে তার মৃত্যু হল সেটাই তারা বুঝে উঠতে পারছে না আব্দুল এর মৃত্যুর খবরে তার পরিবার যেমন ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এলাকার মানুষ।
Related Articles
সাত সকালেই হুগলি-চুঁচুড়া পৌরসভার সামনে বিক্ষোভ ঠিকাকর্মীদের।
সুদীপ দাস ,২ জুলাই:- পুরমন্ত্রী ঘোষনার পরও এখনও হুগলি-চুঁচুড়া পৌরসভায় নতুন নিয়োগ বাতিল করা হয়নি। এরই প্রতিবাদে দিন কয়েক ধরে আন্দোলনে নেমেছে পুরসভার অস্থায়ী কর্মীরা । কোন সুরাহা না হওয়ায় এবারে অস্থায়ী কর্মীরা তাঁদের আন্দোলন তীব্র থেকে তী্রতর করলো। বৃহস্পতিবার সাত সকালেই অস্থায়ী কর্মীরা জমায়েত হয় পুর গেটের সামনে। পুরসভার গেট আটকে চলে চরম বিক্ষোভ। […]
শাড়ির ভিতর থেকেই বেড়িয়ে এলো মা দূর্গা, রহস্য উন্মোচন চুঁচুড়ায়!
সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- দিন তিনেক আগেই চুঁচুড়ার তালডাঙ্গা গাঙ্গুলী পরিবার থেকে সোনার খোয়া যায় সোনার দুর্গা মূর্তি। ৭৮বছর আগে এক জমিদার তৎকালীন গৃহকর্তা হৈম কুমার গাঙ্গুলীকে ওই মূর্তি প্রদান করেন। তারপর থেকেই প্রতি বছর মহাসমারোহে এই বাড়িতে দুর্গা পুজা আয়োজিত হয়। বাড়ির ঠাকুর ঘরের সিংহাসন অলংকৃত করা দেবী মায়ের এই মূর্তি নিত্যদিনও পুজিত হতেন। […]
ছেলের সঙ্গে খেলা, আর রহস্য রোমাঞ্চে মজে অনুষ্টুপ মজুমদার।
সৌরভ রায়,৮ মে:- দেশজুড়ে লকডাউন। ফলে ব্যাট হাতে মাঠে নেমে চার-ছয় হাঁকানো এখন অতীত। বাড়ির চার দেওয়ালেই এখন সীমাবদ্ধ জীবন। কবে আবার ময়দানের সবুজ ঘাসে নেমে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারবেন তা অজানা ক্রিকেটারদের। চন্দননগরের ছেলে হলেও, কলকাতার ফ্ল্যাটেই এখন স্ত্রী ও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার। সিএবির ক্লাব […]