হাওড়া , ২১ মে:- জীব জ্ঞানে শিব সেবা এই ব্রত নিয়ে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ও মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন বেলুড় রামকৃষ্ণ মঠ মিশন। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শুক্রবার বেলুড় মঠ চ্যারিটেবল ডিসপেনসারি থেকে লকডাউনের সময় কর্মহীন হয়ে পড়া মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এই খাদ্যসামগ্রী প্রদান চলবে আগামী কয়েক দিন। প্রতিদিন প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হবে এই খাদ্যসামগ্রী। এদিন মঠের মহারাজদের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই ত্রাণকাজের। বেলুড় মঠের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন থেকে স্থানীয় মানুষ যারা কাজ হারিয়েছেন তাদের সাহায্য করা হয়েছে। তাদের ৫ কেজি চাল, দু’কেজি ডাল, ৫ কেজি আলু,
দু’কেজি পেঁয়াজ, আলু, তেল, মশলা, সোয়াবিন, সহ প্রায় ষোল রকমের জিনিস স্থানীয় মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এইরকম দশ দিন চলবে। প্রতিদিন প্রতিটি পরিবারকে প্রায় ২৫ কেজির বেশি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রতিদিন ১০০ জনকে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করা হয়েছে। পরবর্তীকালে আরও স্থানীয় কর্মহীন পরিবারকে দেওয়া হবে। এদিন এক সাহায্য প্রাপক অলোক বৈরাগী বলেন, “আমরা গরীব মানুষ। বেলুড় মঠ থেকে সাহায্য করা হচ্ছে। ভালো লাগছে। আগে ঘরে ঘরে গিয়ে কুপন দেওয়া হয়েছে। এখানে আলু চাল-ডাল, তেল, মশলা সহ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আগেও লকডাউন এর সময় দেওয়া হয়েছিল খাদ্যসামগ্রী।