এই মুহূর্তে জেলা

বিহার-উত্তরপ্রদেশের নদীতে লাশ ভাসার জের , বাংলায় গঙ্গার মাছের বাজার তলানীতে !

সুদীপ দাস , ২১ মে:- উত্তরপ্রদেশ থেকে বিহার; নদীতে ভাসছে লাশ! যার জেরে গঙ্গার মাছের বাজারে ভাটা। দিন পনেরো আগেও যে ইলিশের দাম ছিলো ১৩০০ থেকে ১৪০০ টাকা। বর্তমানে সেই মাছ সাত থেকে আটশোতেও বিকোচ্ছে না। যে চিংড়ি ছিলো ৩৫০ থেকে ৪০০ সেই চিংড়ির দর ২০০ হেঁকেও লাভ হচ্ছে না। তাজা এইসমস্ত মাছগুলির দোষ একটাই। তারা বিশুদ্ধ গঙ্গার হলেও এই মুহূর্তে গঙ্গার বিশুদ্ধতা হারিয়েছে বলে অনেকেরই মত। কারন কোভিড আবহে উত্তরপ্রদেশ ও বিহারের নদীতে ভাসছে সারি সারি লাশ। গঙ্গা-যমুনা সহ একাধিক নদীতে লাশ ভাসার খবর প্রকাশিত হওয়ার পর কয়েকশো কিমিদূরে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পরেছে। যার জেরে গঙ্গার মাছের বিক্রি তলানিতে ঠেকেছে। হুগলীর গঙ্গা তীরবর্তী চকবাজারে এমনটাই ছবি উঠে এলো। ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই আশঙ্কা এই মুহুর্তে গঙ্গার মাছ খেলে যদি কোন রোগ হয়… বিশেষ করে করোনা।