সুদীপ দাস , ১৮ মে:- অক্সিজেনের কালোবাজারির রুখতে মগরা কাটা পুকুরে এক অক্সিজেন বিক্রেতার কাছে হানা দিল ড্রাগ কন্ট্রোল অফিসার সঙ্গে মগরা থানার পুলিশ। অভিযোগ ছিল এই অক্সিজেন বিক্রেতা তিনগুন বেশী দামে বিক্রি করছে অক্সিজেন। ফলে সমস্যায় পড়েছিল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের রোগীরা। ড্রাগ কন্ট্রোল অফিসার দোকানে খবর পৌঁছাতেই মগরা থানা পুলিশের সঙ্গে এক কাটা হয় অভিযান চালানো হয়। মগরার বেশ কয়েকটি ওষুধের দোকান সহ অক্সিজেন বিক্রেতাদের কাছে ওষুধের দোকানদার ওষুধের অপব্যবহার করতে বারণ করা হয় গুরুত্বপূর্ণ ড্রাগস কোন পেসেন্টকে দিলে তাদের প্রেসক্রিপশনের জেরক্স কপি দোকানে রাখতে বলা হয়। যে ব্যক্তির নামে অক্সিজেনের কালোবাজারির অভিযোগ ওঠে তাকে স্থানীয় বিডিওর কাছে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
Related Articles
চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি , জানালেন সিপিআরও।
হাওড়া, ২৩ আগস্ট:- চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি। কোভিড পরিস্থিতিতে কোভিড বিধি ও সর্তকতা অবলম্বন করে হকারি করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী একথা জানান। তবে রেলের অবৈধ হকার ধরার ব্যাপারে আগে যেমন অভিযান চালানো হচ্ছিল তা যথারীতি চলবে। হঠাৎ অভিযানে দেখা হবে হকাররা কতটা কোভিড […]
ডেঙ্গু সংক্রমণে শীর্ষে থাকা পুর এলাকাগুলিকে যুদ্ধকালীন কাজে নামার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ১৭ আগস্ট:- রাজ্যের বিভিন্ন শহর ও শহরতলিতে ডেঙ্গু সংক্রমন ভয়াবহ আকার নেওয়ায় উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গু সংক্রমনে শীর্ষে থাকা পুর এলাকাগুলকে চিহ্নিত করে সেখানে ডেঙ্গু দমনে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামার নির্দেশ দিয়েছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে গতবছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। ইতিমধ্যে কলকাতার ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ […]
শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে ইস্টবেঙ্গল ।
স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। সূত্রের খবর, হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব। আর তার ফলেই আইএসএল-এর দরজাও খুলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল লাল-হলুদের সামনে। মোহনবাগানের সঙ্গে আগেই মার্জ হয়ে গিয়েছিল এটিকে-র। সবুজ-মেরুনের আইএসএল খেলতে কোনও বাধা নেই। এ বার সব ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলও দেশের মেগা […]







