কলকাতা , ১৮ মে:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা রোগের চিকিৎসায় হাসপাতাল গুলির উপর থেকে চাপ কমাতে রাজ্য সরকার কিছু সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ে সেফহোম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সব জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে স্কুল গুলিকে সম্পূর্ণ ফাঁকা করে দ্রুত জীবাণুমুক্ত করার কথা বলা হয়েছে। এরপরে জেলাশাসকদের রিপোর্ট পাঠাতে হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। উল্লেখ্য সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে পনেরো হাজার ৪৮১টি প্রাথমিক, ৭৪৩টি উচ্চ প্রাথমিক, তিন হাজার ৩০৪টি মাধ্যমিক এবং দুই হাজার ৮২৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও কলকাতা পুরসভার অধীনে দুই হাজার ৪২২ টি প্রাথমিক বিদ্যালয় আছে।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২ সপ্তাহ আগে রাজ্যে করনা আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৫০১। গত ২৪ ঘন্টায় সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১৯ হাজার ৩ টি। গত দু সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটাই দাঁড়িয়েছে ১৪৭ জন। ইতিমধ্যে স্টেডিয়াম ও বিভিন্ন হাসপাতালগুলোকে সেফ হোম বানানো হলেও প্রশ্ন উঠছিল স্কুলগুলোকে সেফ হোম বানানোর সিদ্ধান্ত নিয়েও। যেখানে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় উপচে পড়ছে সেখানে স্কুলগুলোকে সেফ হোম বানানো হলে মহামারীর পরিস্থিতি মোকাবিলায় সুবিধা হবে। সেই ভিত্তিতেই স্কুলগুলোকে সেফ হোম বানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর।