কলকাতা, ১৫মে:- করোনা আক্রান্তদের জন্য কোন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা বা সামাজিক সংগঠন যদি ক্লাব ঘর, ফাঁকা ফ্ল্যাট বা কমিউনিটি হল এর ব্যবস্থা করতে পারে রাজ্য সরকার তবে সেগুলিকে হোম আইসোলেশন হিসেবে গড়ে তুলতে সব রকমের সাহায্য করবে বলে জানিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এইজন্যে ক্লাব, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে নির্দেশিকা জারি করেছে। এই ধরনের হোম আইসোলেশনে থাকা রোগীদের সরকারি উদ্যোগে চিকিৎসকরা নিয়মিত দেখতে যাবেন। ২৪ ঘন্টার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা থাকবেন। সেখানে অক্সিজেন, ওষুধ এবং প্রয়োজনীয় সব কিছুই সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই ধরনের আইসোলেশন সেন্টারে যাতায়াতের জন্য পৃথক দরজা এবং স্যানিতাইজেশনের ব্যবস্থা সংস্থাকে করতে হবে বলে নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য করোনা অতিমারির প্রথম থেকেই বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এগিয়ে এলেও তাদের কাজে কোনো সরকারি সিলমোহর ছিল না।