কলকাতা , ১২ মে:- দিনহাটা এবং শান্তিপুরের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার আজ তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দুপুরে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের ইস্তফাপত্র তুলে দেন। এরফলে তারা কোচবিহার ও রানাঘাটের সাংসদ পদেই থাকলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথ প্রমাণিক বলেন, দলের নির্দেশ মত এই ইস্তফা দিয়েছেন। তিনি জানান, কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের আসল রূপ দেখে নিয়েছে। তাই তারা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচন পরবর্তীকালে দিনহাটার মানুষ যেভাবে তৃণমূলের সন্ত্রাস দেখেছে, তাতে উপ নির্বাচনেও তারা বিজেপির পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী। এদিকে রাজ্যপাল কোচবিহারে মামলা প্রভাবিত করতে যাচ্ছেন বলে শাসক দল যে কটাক্ষ করেছে তার উত্তরে শ্রী প্রামানিক বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে গিয়ে মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে তা খতিয়ে দেখার অধিকার রাজ্যপালের রয়েছে। অন্যদিকে, বিধায়ক পদে ইস্তফা দিয়ে জগন্নাথ সরকার জানিয়েছেন, দল চেয়েছে তাই বিধায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। নির্বাচনের যে ফল তাতে মোটেই বিজেপি দুর্বল বলে প্রমাণ হয় না।রাজ্যে বিজেপি এখন যথেষ্ট শক্তিশালী বিপক্ষ।
Related Articles
হাওড়ার তিন হাইস্কুলকে শো-কজের নোটিশ।
হাওড়া, ২৪ আগস্ট:- আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার খেসারত দিতে হলো হাওড়ার তিন স্কুলকে। শিক্ষা দফতরের কোপে পড়েছে হাওড়ার ওই তিন হাইস্কুল। শো-কজের নোটিশ দেওয়া হয়েছে ওই তিন স্কুলকে। জানা গেছে, স্কুলগুলি হলো বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। স্কুলগুলিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শো-কজের উত্তর দিতে বলা […]
সূরা প্রেমীদের জন্য সুখবর শর্তসাপেক্ষে আজ থেকেই খুলে যাচ্ছে পানশালা ৷
কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্যের সূরা প্রেমীদের জন্য সুখবর ৷ আজ থেকেই শর্তসাপেক্ষে রাজ্যে বার খুলে যাচ্ছে ৷ বারের পাশাপাশি রেস্তোরাঁতেও মদ বিক্রি করা যাবে আজ থেকে ৷ এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । বার ও রেস্তোরাঁয় কড়া ভাবে করোনা বিধি মেনেই মদ বিক্রি করা যাবে ৷ পাঁচ মাস পর রাজ্যের হোটেল ও […]
পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে রাস্তা অবরোধ রিষড়ায়।
হুগলি, ১১ এপ্রিল:- রিষড়া কান্ডের পর কেটে গেছে নয় দিন।অভিযুক্তদের ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ার মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায়।আজ সকাল ছটার পর স্থানীয় মহিলারা মৈত্রী পথ ও জিটি রোড সংযোগস্থল অবরোধ করে।তাদের অভিযোগ পুলিশ নিরপরাধদের ধরছে।রাতে তারা ঘুমাতে পারছে না পুলিশের ভয়ে।পুলিশি ধরপাকড় বন্ধ, ধৃতদের মুক্তির দাবীতে অবরোধে সামিল হন […]