এই মুহূর্তে জেলা

ভোটের ফল প্রকাশের পরই রাজনৈতিক হিংসা হাওড়ার জগদীশপুরে।

হাওড়া , ৩ মে:- ভোটের ফল প্রকাশের পরই রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার লিলুয়া জগদীশপুরে। রাজীব অনুগামী বেশ কয়েকজন ভোটের আগেই দলবদল করেছিলেন। সেই তালিকায় ছিলেন জগদীশপুরের পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরাও। রবিবার রাতে দুষ্কৃতিরা এসে জগদীশপুরে একটি নির্মীয়মান বিল্ডিং এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোবিন্দ হাজরার অভিযোগ, রাতের ওই হামলার ঘটনায় বাড়িঘর থেকে শুরু করে ক্লাব, পার্টি অফিস, সব ভাঙচুর করা হয়। রবিবার ভোটগণনা চলাকালীন দুপুরের পর থেকেই সেখানে উত্তেজনা ছিল। বাড়ির দোতলা, তিনতলা, চারতলার জানলার কাচ ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, ব্যাপক লুটপাট চালায় দুষ্কৃতিরা। তান্ডবের পর রাতে ঘটনাস্থল থেকে পালানোর সময় পাখা চেয়ার-টেবিল সব লুঠ হয়। শুরু তাই নয়, বাড়ির জানলা ভাঙচুর করা হয়। বাড়িতে ঢুকে হামলা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।