কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠক করেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে রাজ্যপাল আজ তা সরকারের কাছে জানতে চান। তারপরেই রাজভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যসচিব। রাজ্যপালের সঙ্গে তাঁর ৪৫ মিনিট বৈঠক হয়েছে বলে জানা গেছে। বৈঠকে করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা রাজ্যপালকে জানান তিনি। জানা গেছে, মুখ্যসচিব রাজ্যের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল গুলিতে বেডের সংখ্যা বাড়ানো, ডেডিকেটেড চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার মতো গৃহীত বন্দোবস্ত সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি করোনা টিকা ও ওষুধের অপ্রতুলতার কথা তিনি রাজ্যপালকে জানিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেও মুখ্যসচিব রাজ্যপালকে আর্জি জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যপাল ট্যুইট করে বলেন, মানবতার এই সংকটের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে পক্ষপাতিত্বের কোনও সুযোগ নেই।
Related Articles
করোনা সংক্রমিত ভিনরাজ্য থেকে ট্রেনে এরাজ্যে এলেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক।
কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে মাত্রাছাড়া করণা সংক্রমণ পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২০২০ সালের মতো এ বছর ও মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কেরাল, কর্ণাটক সহ যেসব রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মক চেহারা নিয়েছে, সেই সব রাজ্য থেকে ট্রেনে করে এরাজ্যে আসতে গেলে কোভিড টেস্ট করিয়ে আসতে হবে। দূরপাল্লার বাসের […]
প্রবীণ ও অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখ স্থান পেলো তৃতীয়বারের তৃণমূল সরকারে।
কলকাতা , ৯ মে:- তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় প্রবীণ এবং অভিজ্ঞদের পাশাপাশি নতুন কিছু মুখ স্থান পেয়েছে। পূর্ণ মন্ত্রীদের তালিকা নতুন উল্লেখযোগ্য নাম সাগরের দীর্ঘদিনের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উলুবেরিয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়, সবং এর বিধায়ক মানস ভুঁইয়া, উত্তরবঙ্গ থেকে হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র এবং গোয়ালপখোরের বিধায়ক মোঃ গোলাম রব্বানীর। […]
আজ লখনৌতে বসছে জি,এস,টি কাউন্সিলের বৈঠক।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- আজ বিকেলে লখনৌতে জিএসটি কাউন্সিলের বৈঠক বসছে। দেশে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার পর এই প্রথম জিএসটি কাউন্সিলের বৈঠক হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ কাউন্সিলের সদস্য এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা। রাজ্য থেকে অর্থমন্ত্রী অমিত মিত্র উপস্থিত থাকছেন না। অসুস্থতার কারণে তাঁর পক্ষে সশরীরে উপস্থিত থাকা সম্ভাবনায় বলে জানা গিয়েছে। তাঁর বদলে […]







