এই মুহূর্তে জেলা

দুই লরির সংঘর্ষের জেরে আগুন দাঁতনে , মৃত লরির চালক।

পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল:- আর এই আগুনে পুড়ে মৃত্যু হল এক চালকের। আর অল্পের জন্য প্রাণে বাঁচেন খালাসি। ঘটনায় জানা যায় বৃহস্পতিবার ভরসন্ধ্যায় খড়্গপুরের দিক থেকে ওড়িশার দিকে যাচ্ছিল দুটি চাল ও সিমেন্ট বোঝাই লরি।আর সিমেন্ট বোঝাই লরিটি সামনে থাকায় তাকে ওভারটেক করতে গিয়ে চাল বোঝাই লরিটি সিমেন্ট বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে। আর তখনই আগুন লেগে যায় চাল বোঝাই লরিটিতে।আর ওই আগুনে পুড়ে মৃত্যু হয় লরির চালকের। কোনোরকম বরাতজোরে প্রাণে বাঁচে খালাসি। আর এই ঘটনায় ৬০ নম্বর জাতীয় সড়কের দাঁতনের সস্তা নগর এলাকায় দাউদাউ করে জ্বলতে থাকে চাল বোঝাই লরিটি। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দাঁতন থানার পুলিশ। অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টা খানেক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে গাড়ির প্রায় সমগ্র অংশ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা।