এই মুহূর্তে জেলা

ভন্ড সাধুর ভন্ডামীর কীর্তি ফাঁস হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য।আপাতত শ্রীঘরে সাধু বাবা সহ তাঁর দুই সাঙ্গপাঙ্গ।

হুগলি,২৯ জানুয়ারি:- ভন্ড সাধুর ভন্ডামী ক্যামেরাবন্দী। সাধুবাবার কীর্তি ফাঁস হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ক্ষিপ্ত জনতাদের হাতে প্রহৃত হয়ে আপাতত শ্রীঘরে সাধু বাবা সহ তাঁর দুই সাঙ্গপাঙ্গ। আজ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ বকুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বকুলতলা এলাকায় গঙ্গাপাড়ের একটি বাড়িতে মাস দেড়েক ধরে রয়েছেন এক সাধু বাবা। গভীর রাত পর্যন্ত তিনি ওই এলাকায় পায়চারী করতেন। অনেকেরই সন্দেহ হলেও কেউ কিছু বলতেন না।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                        সরস্বতী পুজোর আগের রাতে এলাকারই একজন ওই সাধুবাবাকে পাড়ার এক বাড়ির গেট টপকানোর সময় মোবাইল ক্যামেরায় ভিডিও করে রাখেন। এরপর কে-কে বলে চিৎকার করতেই সাধুজি একদৌড়ে নিজের ঘড়ে ঢুকে পড়েন। আজ সকালে ওই ভিডিও পাড়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই এলাকাবাসীরা একত্রিত হয়ে সাধুবাবাকে চেপে ধরেন। গভীর রাতে অন্যের বাড়িতে কেনো প্রবেশ তার উত্তর না মেলায় সাধু সহ তার দুই সঙ্গীকে বেশ কয়েক ঘা দেওয়ার পর চুঁচুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও বকুলতলার মত শান্ত এলাকায় এধরনের ঘটনার পর আতঙ্কিত অনেকেই।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.