এই মুহূর্তে কলকাতা

করোনা বাড়াচ্ছে উদ্বেগ , ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী।


কলকাতা , ৫ এপ্রিল:- দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ লাখের গণ্ডি পেরোতেই নড়েচড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে মারণ ভাইরাস মোকাবিলা করা যায় তার পথ খুঁজতে আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার সময়ে ভার্চুয়ালি ওই বৈঠক হবে। সূত্রের খবর, করোনা সংক্রমণ নিয়ে ৮ এপ্রিলের বৈঠকে যাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন তার জন্যই সন্ধে সাড়ে ছয়টায় বৈঠক ডাকা হয়েছে। কেননা, ওই দিন রাজ্যে চতুর্থ দফার ভোটের প্রচারের সময়সীমা শেষ হচ্ছে বিকাল পাঁচটা নাগাদ। ফলে সন্ধেয় ওই বৈঠক হলে বাংলার মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। গত কয়েকদিন ধরেই দেশে মারণ ভাইরাসের সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। রবিবারই করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে মূলত করোনার বেলাগাম সংক্রমণ রুখতে টিকাকরণের উপরেই জোর দেওয়া হয়।

ঠিক হয়, রাতেও টিকাকরণ চলবে। এদিকে রাজ্যে করোনা সংক্রমণ আবার উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর আজ কলকাতা ও সংলগ্ন জেলার বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠক করে। স্বাস্থ্য ভবনের ওই বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে ফের দ্রুত কভিড বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার পিপিইর মত সরঞ্জামের যোগান ঠিক রাখতে বলা হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে খবর।করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলিকে ফের আগের মতো পরিস্থিতির সঙ্গে তৈরি থাকতে বলেছে স্বাস্থ্যভবন।উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করে করোনা একাধিক বিষয়ে নজর দিতে বলেছিলেন। ১০০ শতাংশ মাস্কের ব্যবহার, করোনা রোখার পরিকাঠামোয় উন্নতি ও সরকারি-বেসরকারি দুই হাসপাতালেই শয্যা বৃদ্ধির কথা বলেছেন তিনি।