কলকাতা , ৫ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ আবার উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর আজ কলকাতা ও সঙ্গলগ্ন জেলার বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠক করে। স্বাস্থ্য ভবনের ওই বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে ফের দ্রুত কভিড বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার পিপিইর মত সরঞ্জামের যোগান ঠিক রাখতে বলা হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে খবর। করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলিকে ফের আগের মতো পরিস্থিতির সঙ্গে তৈরি থাকতে বলেছে স্বাস্থ্যভবন। অন্যদিকে করোনা চিকিৎসায় নেওয়া অনেক বেসরকারি হাসপতাল করোনা পরিস্থতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ছেড়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে সরকার ফের সেগুলিকে করোনা চিকিৎসার জন্য নিতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করে করোনা একাধিক বিষয়ে নজর দিতে বলেছিলেন। ১০০ শতাংশ মাস্কের ব্যবহার, করোনা রোখার পরিকাঠামোয় উন্নতি ও সরকারি-বেসরকারি দুই হাসপাতালেই শয্যা বৃদ্ধির কথা বলেছেন তিনি।
Related Articles
বুধবার রেল ও রাজ্যের বৈঠকের পরই লোকাল ট্রেন চালুর আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হবে।
কলকাতা , ২ নভেম্বর:- অতিমারীর আবহে যাত্রীদের সুরক্ষাএবং নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই রাজ্যে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হবে। নবান্নে আজ রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে নরমাল পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানোর বিষয়ে নানা খুঁটিনাটি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠক […]
পাক অধিনায়কের সেরা একাদশে হাফ ডজন ভারতীয়।
স্পোর্টস ডেস্ক, ১২ জুন:- পাকিস্তানের ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে নতুন নেতা নির্বাচিত হয়েছেন বাবর আজম। এরপর ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারত-পাকিস্তান যৌথ টি-টোয়েন্টি একাদশ দল গড়েছেন তিনি। যেখানে পাকিস্তানের পাঁচ ক্রিকেটার থাকলেও ভারতের ছয় জন রয়েছেন সেই দলে। বাবর আজমের দলে ভারত থেকে দুই ব্যাটসম্যান, একজন উইকেট কিপার, এক জন অলরাউন্ডার , একজন করে পেসার […]
দুর্গাপুজোর সূচনায় রাজ্যপাল।
কলকাতা, ১৭ অক্টোবর:- দুর্গাপুজোর সূচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামীকাল রাজভবন থেকে কলাক্রান্তি মিশনের সূচনা করবেন। এই কর্মসূচির মাধ্যমে বাংলা তথা ভারতের সমৃদ্ধ শিল্প এবং সংস্কৃতির প্রসারে সুসংহত এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে রাজভবনের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে সন্ধ্যায় বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে রাজ্যপাল প্রথম দফার দুর্গা ভারত পুরস্কার তার প্রাপকদের হাতে তুলে দেবেন। […]