কলকাতা , ৫ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ আবার উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর আজ কলকাতা ও সঙ্গলগ্ন জেলার বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠক করে। স্বাস্থ্য ভবনের ওই বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে ফের দ্রুত কভিড বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার পিপিইর মত সরঞ্জামের যোগান ঠিক রাখতে বলা হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে খবর। করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলিকে ফের আগের মতো পরিস্থিতির সঙ্গে তৈরি থাকতে বলেছে স্বাস্থ্যভবন। অন্যদিকে করোনা চিকিৎসায় নেওয়া অনেক বেসরকারি হাসপতাল করোনা পরিস্থতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ছেড়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে সরকার ফের সেগুলিকে করোনা চিকিৎসার জন্য নিতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করে করোনা একাধিক বিষয়ে নজর দিতে বলেছিলেন। ১০০ শতাংশ মাস্কের ব্যবহার, করোনা রোখার পরিকাঠামোয় উন্নতি ও সরকারি-বেসরকারি দুই হাসপাতালেই শয্যা বৃদ্ধির কথা বলেছেন তিনি।
Related Articles
পরীক্ষায় স্বাস্থ্য দপ্তরকেও জড়িয়ে নিলো এসএসসি।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- এসএসসির মতো রাজ্যে কোনও নিয়োগ নিয়ে যাতে ভবিষ্যতে কোনও রকম অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার স্বাস্থ্যদফতরের চিকিৎসক ও কর্মী নিয়োগের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা স্বাস্থ্য নিয়োগ পর্ষদ আট পর্যায়ে নজরদারির ব্য়বস্থা চালু করেছে। যার প্রথম পর্যায়ে থাকছেন প্রযুক্তি বিশেষজ্ঞ-রা। […]
বড়ঞার বাহাদুরপুর মোড়ে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো স্কুল পড়ুয়ার।
মুর্শিদাবাদ , ১১ মে:- রাস্তা পারাপার হতে গিয়ে ভুলবশত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দশ বছর বয়সের এক স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সকালে দূঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার বাহাদুরপুর মোড়ে। জানা গেছে মৃত ওই শিশু কন্যার নাম, রুমি বিবি বাড়ি বড়ঞা থানার বাহাদুরপুর গ্ৰামে। স্থানীয়রা জানায় কুলি থেকে বর্ধমানের উদ্দেশ্যে একটি ২০৭ গাড়ির অভিমুখে পড়ে […]
জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুর এলাকায়।
হাওড়া , ৪ মার্চ:- পুরনিগমের পানীয় জলের পাইপ লাইন মেরামতের কাজ হবে। এর জন্য হাওড়া পুরনিগম এলাকায় আগামী ১৭ মার্চ দুপুর থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এই ব্যাপারে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী ১৭ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে পরের দিন […]