কলকাতা , ৫ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ আবার উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর আজ কলকাতা ও সঙ্গলগ্ন জেলার বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠক করে। স্বাস্থ্য ভবনের ওই বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে ফের দ্রুত কভিড বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার পিপিইর মত সরঞ্জামের যোগান ঠিক রাখতে বলা হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে খবর। করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলিকে ফের আগের মতো পরিস্থিতির সঙ্গে তৈরি থাকতে বলেছে স্বাস্থ্যভবন। অন্যদিকে করোনা চিকিৎসায় নেওয়া অনেক বেসরকারি হাসপতাল করোনা পরিস্থতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ছেড়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে সরকার ফের সেগুলিকে করোনা চিকিৎসার জন্য নিতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করে করোনা একাধিক বিষয়ে নজর দিতে বলেছিলেন। ১০০ শতাংশ মাস্কের ব্যবহার, করোনা রোখার পরিকাঠামোয় উন্নতি ও সরকারি-বেসরকারি দুই হাসপাতালেই শয্যা বৃদ্ধির কথা বলেছেন তিনি।
Related Articles
ঈদের আগে সরকারি কর্মীদের বোনাস দেওয়ার কথা ঘোষণা রাজ্যের।
কলকাতা, ১৯ এপ্রিল:- ঈদের আগে কর্মীদের জন্য অ্যাড হক বোনাস দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দফতর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে অ্যাড হকে বোনাস, অগ্রিম উৎসব ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এক্স গার্সিয়া দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব কর্মী ৩৭ হাজার টাকা পর্যন্ত বেতন পান তাদের […]
যাত্রী সেজে বাসে উঠে সোনার নেকলেস চুরি, পুলিশের জালে গুজরাটের বাসিন্দা দুই মহিলা।
হাওড়া,৫ মার্চ:- যাত্রী সেজে বাসে উঠে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে চুপিসাড়ে সোনার নেকলেস ও একজোড়া সোনার কানের দুল হাতসাফাই করে নিয়েছিলেন দুই মহিলা। গত শুক্রবার ওই ঘটনার পর লিখিত অভিযোগ জমা পড়ে হাওড়ার শিবপুর থানায়। অভিযোগ জানিয়েছিলেন কৃষ্ণা মালাকার নামের এক মহিলা। কৃষ্ণাদেবীর অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। এরপর বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে […]
কোভিড পরিস্থিতিতে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজপ্রাপ্তকে মুক্তি দেবার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১২ আগস্ট:- কভিড অতীমারি পরিস্থিতিতে মানবিকতার কথা বিচার করে রাজ্য সরকার আরও এক দফায় বিভিন্ন সংশোধনাগারে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এর মধ্যে সাত জন মহিলা। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য এর আগে […]