এই মুহূর্তে জেলা

টিটাগড়ে প্রচার সারলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।


ব্যারাকপুর , ৩০ মার্চ:- মঙ্গলবার সাত সকালে টিটাগড়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে প্রচার সারলেন,ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তারকা পার্থী তথা চলচিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এদিন তৃণমূলের এই তারকা পার্থীর সঙ্গে পায়ে পা মেলান টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরীও। তৃণমূল পার্থী রাজ চক্রবর্তী এদিন কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মুলত টাটা গেট থেকে প্রচার শুরু করে,পুরো ১৭ নম্বর ওয়ার্ডটি পরিক্রমা করে জনসংযোগ সারলেন। তৃণমূলের এই তারকা প্রার্থীকে এদিন সামনে পেয়ে এলাকার মানুষ তাকে লক্ষ্য করে পুষ্প বৃষ্টি করেন। তাছাড়া প্রচার চলাকালীন একাধিক জায়গায় খুদে পড়ুয়ারা থেকে মহিলারা তৃণমূলের এই তারকা পার্থী সঙ্গে সেলফি তোলার আবদার রাখেন,পাশাপাশি আবার কেউ কেউ অটোগ্রাফও সংগ্রহ করতে তার উদ্দেশ্যে খাতা বারিয়ে দেন। যদিও কাউকেই এদিন নিরাশ করেননি ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী।

প্রচার শেষে রাজ চক্রবর্তী সাংবাদিকদের বলেন,যেখানেই যাচ্ছি প্রত্যেকটা এলাকা থেকে মানুষের বিপুল সাড়া পাচ্ছি। তার দাবি মানুষের যে ভালবাসা ও আর্শিবাদ পাচ্ছি তাতে যেন মনে আমি জিতেই গেছি। মমতা বন্দোপাধ্যায় গত ১০ বছরে মানুষের জন্যে যা উন্নয়ন করেছেন,এটা তারই প্রতিফলন। মমতা মানুষের অন্তরে রয়েছেন বলে তার দাবি। এদিন তিনি আরও বলেন,নির্বাচনে জয়ী হবার পর টিটাগড় ও ব্যারাকপুরকে ক্লিন সিটি তৈরি করাই আমার প্রথম লক্ষ্য। তাছাড়া এলাকার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার পাশাপাশি শান্তির বাতাবরণ তৈরি করাটাও আমার লক্ষ্য। এলাকার বন্ধ কলকারখানা খোলার পাশাপাশি,এখানকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্যে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে বলেও তিনি জানান।