কলকাতা , ২২ মার্চ:- বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে কোভিড সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন। সবকটি জেলার জেলাশাসকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে। বৈঠকে কোভিড পরিস্থিতি পর্যালোচনায় পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
Post Views: 477