ব্যারাকপুর , ২০ মার্চ:- শনিবার সাত সকালেই ছেলের হয়ে নির্বাচনী প্রচারে পথে নামলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি প্রথমে কাঁকিনাড়ার ফলাহারী মন্দিরে পুজো দিয়ে ভাটপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী পবন কুমার সিংয়ের সমর্থনে ৯ নম্বর ওয়ার্ড জুড়ে প্রচার সারলেন। এদিন তিনি,পুত্র পবনের হয়ে প্রচারে অংশ নিয়ে ৯ নম্বর ওয়ার্ডের পথ চলতি মানুষের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার চলাকালীন স্থানীয় মহিলদের এগিয়ে এসে সাংসদ ও তার পুত্র পবন সিংকে গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায়। এদিনের নির্বাচনী প্রচারে মানুষের ব্যাপক সারা মিলেছে বলে সাংসদ দাবি করলেন। এদিন প্রচার শেষে সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের বলেন,ভাটপাড়া মাটি শক্ত ঘাঁটি। এই মাটিকে স্বয়ং মমতা বন্দোপাধ্যায়ই ভাঙতে পারল না। উনার চ্যালা-চামুন্ডারা ভাটপাড়ায় কি করবেন। এদিন সাংসদ জোর গলায় দাবী করেন,ব্যারাকপুর মহকুমার সাতটার মধ্যে সাতটাতেই বিজেপি জয়ী হবে। গত শুক্রবার নতুনগ্রামে বিজেপির দেওয়াল লিখনে তৃণমূলী হামলার অভিযো উঠেছিল। এ প্রসঙ্গে সাংসদ বলেন,বিষয়টি শুনেছি। এব্যাপারে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমাদেরকেই ব্যাবস্থা নিতে হবে বলে তিনি হুশিয়ারি দেন।
Related Articles
সাংবাদিকদের পরিবারের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন কলকাতা প্রেস ক্লাবে।
কলকাতা, ১৬ জানুয়ারি:- রাজ্যে নয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযানের দ্বিতীয় সপ্তাহে শহরের বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টিকাকরণের কাজ চলছে। কলকাতা প্রেস ক্লাবে আজ শহরের সাংবাদিকদের পরিবারের ছেলেমেয়েদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন […]
বিজেপির বিরোধিতার মধ্যেই সার্চ কমিটির সংশোধনী বিল বিধানসভায় গৃহীত।
কলকাতা, ৪ আগস্ট:- বিরোধী বিজেপির প্রবল বিরোধিতার মধ্যেই কলকাতা সহ রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ে সার্চ কমিটি গঠন সংক্রান্ত বিধি পরিবর্তনের সংশোধনী বিল আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। অর্ডিন্যান্স আকারে এটি আগেই পাশ জারি হয়েছিল। এবার সেই অর্ডিন্যান্সকে আইনি স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় এই বিল আনা হয়। সংশোধনীতে বলা হয়েছে, আচার্য তথা রাজ্যপালের […]
শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর:- মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম দেবানন্দ যোশী (৫২)। সে শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ির গঙ্গানগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে […]








