ব্যারাকপুর , ২০ মার্চ:- শনিবার সাত সকালেই ছেলের হয়ে নির্বাচনী প্রচারে পথে নামলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি প্রথমে কাঁকিনাড়ার ফলাহারী মন্দিরে পুজো দিয়ে ভাটপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী পবন কুমার সিংয়ের সমর্থনে ৯ নম্বর ওয়ার্ড জুড়ে প্রচার সারলেন। এদিন তিনি,পুত্র পবনের হয়ে প্রচারে অংশ নিয়ে ৯ নম্বর ওয়ার্ডের পথ চলতি মানুষের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার চলাকালীন স্থানীয় মহিলদের এগিয়ে এসে সাংসদ ও তার পুত্র পবন সিংকে গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায়। এদিনের নির্বাচনী প্রচারে মানুষের ব্যাপক সারা মিলেছে বলে সাংসদ দাবি করলেন। এদিন প্রচার শেষে সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের বলেন,ভাটপাড়া মাটি শক্ত ঘাঁটি। এই মাটিকে স্বয়ং মমতা বন্দোপাধ্যায়ই ভাঙতে পারল না। উনার চ্যালা-চামুন্ডারা ভাটপাড়ায় কি করবেন। এদিন সাংসদ জোর গলায় দাবী করেন,ব্যারাকপুর মহকুমার সাতটার মধ্যে সাতটাতেই বিজেপি জয়ী হবে। গত শুক্রবার নতুনগ্রামে বিজেপির দেওয়াল লিখনে তৃণমূলী হামলার অভিযো উঠেছিল। এ প্রসঙ্গে সাংসদ বলেন,বিষয়টি শুনেছি। এব্যাপারে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমাদেরকেই ব্যাবস্থা নিতে হবে বলে তিনি হুশিয়ারি দেন।
Related Articles
বিধায়কের নেতৃত্বে মনোনয়ন জমা দিলেন ডানকুনি পুরসভার তৃণমূল প্রার্থীরা।
তরুণ মুখোপাধ্যায়,৭ ফেব্রুয়ারি:- হুগলি জেলার বারোটি পুরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ পুরোদমে চলছে। এদিন শ্রীরামপুর কোর্ট চত্বর ছিল বিভিন্ন রাজনৈতিক কর্মীদের ভীড়ে জমজমাট। সোমবার সকাল বেলায় চন্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার ডানকুনি পুরসভার তৃণমূল মনোনীত প্রার্থীদের নিয়ে হাজির হন শ্রীরামপুর কোর্টে। প্রার্থীদের মনোনয়ন জমা দেবার পর ফলাফল নিয়ে অত্যন্ত আশাবাদী স্বাতীদেবী। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের […]
রাজ্যে ৫ জি টেলিকম পরিষেবা চালু করতে প্রস্তুত, জানালো তথ্যপ্রযুক্তি দপ্তর।
কলকাতা, ১৫ নভেম্বর:- সারা রাজ্যে ৫ জি টেলিকম পরিষেবা চালু করার রাজ্য সরকার প্রস্তুত রয়েছে বলে তথ্য প্রযুক্তি দফতর জানিয়েছে। কেন্দ্রের সংশোধিত নীতির সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যে ৫জি পরিষেবার পরিকাঠামো তৈরির সহায়ক পরিবেশ গড়ার খসড়া নীতি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা চূড়ান্ত হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের সর্বত্র কীভাবে দ্রুত ৫জি […]
বাইরে থেকে বই এনেও এবার থেকে পড়া যাবে সরকারি গ্রন্থাগারে।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- এবার বাইরে থেকে বই এনেও পড়া যাবে সরকারি গ্রন্থাগারে। ছাত্রছাত্রীদের এই সুযোগ দিতে রাজ্যের সব গ্রন্থাগারে তৈরি হচ্ছে ‘রিড ইয়োর ওন বুক কর্নার’। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বহু ছাত্রছাত্রী বাড়িতে নিজের পড়াশোনা করার মত কোনও জায়গা নেই। শহরাঞ্চলের বস্তির পরিবারগুলিতে একটি করেই ঘর থাকে। গ্রামাঞ্চলের হতদরিদ্র পরিবারগুলিরও এক অবস্থা। এসব পরিবারের ছেলে […]