এই মুহূর্তে জেলা

পুত্রের সমর্থনে সাত সকালেই ভাটপাড়ায় প্রচারে সাংসদ অর্জুন

ব্যারাকপুর , ২০ মার্চ:- শনিবার সাত সকালেই ছেলের হয়ে নির্বাচনী প্রচারে পথে নামলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি প্রথমে কাঁকিনাড়ার ফলাহারী মন্দিরে পুজো দিয়ে ভাটপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী পবন কুমার সিংয়ের সমর্থনে ৯ নম্বর ওয়ার্ড জুড়ে প্রচার সারলেন। এদিন তিনি,পুত্র পবনের হয়ে প্রচারে অংশ নিয়ে ৯ নম্বর ওয়ার্ডের পথ চলতি মানুষের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার চলাকালীন স্থানীয় মহিলদের এগিয়ে এসে সাংসদ ও তার পুত্র পবন সিংকে গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায়। এদিনের নির্বাচনী প্রচারে মানুষের ব্যাপক সারা মিলেছে বলে সাংসদ দাবি করলেন। এদিন প্রচার শেষে সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের বলেন,ভাটপাড়া মাটি শক্ত ঘাঁটি। এই মাটিকে স্বয়ং মমতা বন্দোপাধ্যায়ই ভাঙতে পারল না। উনার চ্যালা-চামুন্ডারা ভাটপাড়ায় কি করবেন। এদিন সাংসদ জোর গলায় দাবী করেন,ব্যারাকপুর মহকুমার সাতটার মধ্যে সাতটাতেই বিজেপি জয়ী হবে। গত শুক্রবার নতুনগ্রামে বিজেপির দেওয়াল লিখনে তৃণমূলী হামলার অভিযো উঠেছিল। এ প্রসঙ্গে সাংসদ বলেন,বিষয়টি শুনেছি। এব্যাপারে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমাদেরকেই ব্যাবস্থা নিতে হবে বলে তিনি হুশিয়ারি দেন।