হুগলি , ১৮ মার্চ:- ওঁরা নিজেদের মধ্যেই লড়াই করছে, অবস্থান করছে। এখনও প্রার্থীর ঠিক নেই। তবে গনতান্ত্রিক ভাবে ভোটে দাঁড়িয়েছে লড়তে, লড়ুক। হারবে ওরাও জানে। বিজেপি প্রসঙ্গে এমনই অভিমত প্রকাশ করলেন চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। এদিন সুবিশাল মিছিল সহকারে ইন্দ্রনীলবাবু চন্দননগরের মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন। তিনি জেতার ব্যাপার একশো শতাংশ আশাবাদি।
Post Views: 304







