হাওড়া,২৪ জানুয়ারি:- হাওড়া স্টেশনে নতুন তৈরি হওয়া পার্কিং থেকে তোলা তুলতে এসে হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার ঘটেছে ওই ঘটনা। অভিযোগ, ছিনতাই করা হয়েছে প্রায় ২’লক্ষ ৩০ হাজার টাকা। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন একানকার নিরাপত্তা কর্মী। তাকে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ। জানা যায় এদিন দুষ্কৃতীদের দলবল সেখানে এসে ওই তান্ডব চালায়।
তোলা না পেয়ে ব্যাপক ভাঙচুর চালায় তারা। শুক্রবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স সংলগ্ন পার্কিং লটের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই পার্কিং লটের দেখভালের জন্য একটি বেসরকারি সংস্থা টেন্ডার পেয়েছে। গাড়ি রাখার জন্য রেলের তরফে ওই পার্কিং লট তৈরি করা হয়। সেটিই দেখার দায়িত্ব পায় ওই সংস্থা। বৃহস্পতিবার রাতে সেই সংস্থার অফিসে গিয়ে কয়েক লক্ষ টাকা তোলা চায় দুষ্কৃতিরা। কিন্তু কর্তৃপক্ষ সেই টাকা দিতে অস্বীকার করে। তখনকার মতো তারা ফিরে গেলেও এদিন সকালে দুষ্কৃতিরা ফের ওই পার্কিং লটে চড়াও হয়ে হামলা চালায়। গাড়ি রাখার জায়গায় ব্যাপক ভাঙচুর চালিয়ে সংস্থার অফিসেও ভাঙচুর চালায়। অফিসে কর্মরত রোহিত সিং নামে এক কর্মীকে মারাত্মক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় রোহিত হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যাওয়ার সময় অফিসের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। আরপিএফকেও বিষয়টি জানানোও হয়েছিল। তারপরেও এদিন সকালে অফিসে ঢুকে হামলা চলে। এই ব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে।Related Articles
সামাজিক গণমাধ্যম কে ব্যবহার করে বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছে -মমতা ব্যানার্জি
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সামাজিক গণমাধ্যম কে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা প্রচার চালাচ্ছে বলে দলনেত্রী মমতা ব্যানার্জি আবারও অভিযোগ করেছেন। আজ সাংবাদিকদের তিনি বলেন সম্প্রতি বিজেপির তথ্যপ্রযুক্তি বিভাগের একটি টেলিফোন নম্বর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এবং সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের নাম করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। বিজেপির যে পঞ্চাশ হাজার হোয়াটসঅ্যাপ […]
ক্রমশ আশঙ্কাজনক হয়ে উঠছে ডেঙ্গি পরিস্থিতি।
কলকাতা, ১২ নভেম্বর:- ডেঙ্গি-পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে শুধু শুক্র বারই রাজ্যে ৯০৫ জন নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গোটা রাজ্যে ডেঙ্গি-পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে সংশ্লিষ্ট সব মহল। গত কয়েকদিন ধরেই হু হু করে বাড়ছে সংক্রমণ। প্রত্যেকটি জেলায় তাই সতর্কীকরণের কাজ শুরু হয়েছে, কাজ পুরোদমে চলছেও। গোটা রাজ্য জুড়ে জনপ্রতিনিধিরা তাঁদের এলাকায় […]
বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা তেতুলতলা বাজার সার্বজনীনের দুর্গাপূজা।
হুগলি, ১৮ অক্টোবর:- বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো চাতরা তেঁতুলতলা বাজার সার্বজনীন দুর্গাপূজার lস্থানীয় বিধায়ক, পুরপ্রধান সহ বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে উঠল জমজমাট। চারিদিকে যখন থিমের ছড়াছড়ি, সেই সময় চাতরার এই সংস্থা সাবেকিয়ানর প্রতিমায় অভিনবত্ব এনেছে, যে প্রতিমা সকলকে মুগ্ধ করবে। অনুষ্ঠানে উপস্থিত চাপদানির বিধায়ক অরিন্দম গুইণ জানান চাতরা এলাকার পুজো […]