এই মুহূর্তে জেলা

মমতার নামই যথেষ্ট , মাঠে নামতে হবেনা , দু তারিখ ব্ল্যাক-কোবরা নাচের মধ্যে দিয়ে বিজেপি বুঝবে-মদন মিত্র।

ব্যারাকপুর, ১১ মার্চ:- বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ওপর আহত হবার ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন। এদিকে তার দ্রুত শারিরীক আরোগ্য কামনায় বৃহষ্পতিবার সন্ধেতে কামারহাটির বিভা মোড় এলাকায় ৭০০ বছরের প্রাচীন পঞ্চানন বাবার মন্দিরে কর্মীদের সঙ্গে নিয়ে হোম-যঞ্জ করলেন এলাকার তৃণমূল প্রার্থী মদন মিত্র। যঞ্জানুষ্ঠান শেষে মদন মিত্র সাংবাদিকদের বলেন, খেলা শুরু হয়ে গেল। খেলাটা আরও চওড়া হবে। শিব-শম্বূই হচ্ছে আসল শক্তি। শকুনের সাপে কখন গরু মরে না। তাই এবার বিজেপি সহ অন্যান্য দলগুলো নানা ষড়যন্ত্রের শিকার হয়েও মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠবেন। তাই এদিন পঞ্চাননতলা এই ঐতিহ্যবাহী ৭০০ বছরের প্রাচীন শিব মন্দিরে যঞ্জানুষ্ঠান করে গেলাম।

তৃণমূল নেতা মদন মিত্র এদিন বিজেপিকে কটাক্ষের শুরে বলেন,আমরা তৈরি,মাঠে বল পড়ে গেছে। বিজেপিকে এর প্রায়শ্চিত্ব করতেই হবে। তার অভিযোগ,রাজ্যের ডিজি বদলের সঙ্গে সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর মত একজন পার্থীকে বিছানায় শুয়ে থাকতে হয়,তাহলে তো বিজেপিকে এই পাপের প্রায়শ্চিত্ব করতেই হবে। খেলা শুরুর আগেই গোলকিপারকে মাঠের বাইরে চলে যেতে হল। এই প্রসঙ্গে তৃণমূল পার্থী মদন মিত্রের মন্তব্য,একটা সময় আসে যখন মমতার নামটাই কাফি। সেটা কেমন কাফি সেটা ২ এপ্রিল ব্লাক কোবরা ড্যান্সের মধ্য দিয়ে বিজেপি বুজতে পারবে।