এই মুহূর্তে জেলা

২৯৪ দফাতেও বাংলায় নির্বাচন হয় , তাহলেও আমরা ২২৫টার বেশি আসনে জিতব – অরূপ রায়।

হাওড়া , ৭ মার্চ:- “বাংলায় ৮ দফায় নির্বাচন ঘোষণা করে মমতাকে শায়েস্তা করার চেষ্টা করা হয়েছে। যদি ২৯৪টা আসনের জন্য ২৯৪ দফাতেও বাংলায় নির্বাচন হয়, তাহলেও আমরা ২২৫টার বেশি আসনে জিতব।” রবিবার বিকেলে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ানন্দ পার্কে আয়োজিত বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়। তিনি বলেন, “এবারের নির্বাচন বাংলাকে রক্ষা করার যুদ্ধ। সেই যুদ্ধে সকলকে সঙ্গে নিয়েই লড়াই করতে হবে। এবার বাংলাকে বাঁচানোর নির্বাচন। বাংলায় বর্গী ঢোকানোর চেষ্টা চলছে। বাংলার সম্প্রীতি ভেঙে তছনছ করার চেষ্টা চলছে। তা সত্বেও আমরা ২২৫ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব।” কর্মীদের উদ্দেশ্যে অরূপ রায় বলেন, “আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। প্রচারে নেগেটিভ কথা বলার দরকার নেই। ১০ বছরের উন্নয়নের কথা মানুষকে বলুন।

তাহলেই আগামী পাঁচ বছর কেন, আগামী ২৫ বছর মমতার সরকার বাংলায় থাকবে। উন্নয়নকে সামনে রেখেই আমরা বিপুল ভোটে জয়ী হব। টাকা দিয়ে নেতা কেনা যায়। কিন্তু কর্মীদের একজনকেও কিনতে পারা যাবেনা। আমরা ওদের ( বিজেপি ) হাতে বাংলাকে বিক্রি করতে দেব না। আমরা রক্ত দিয়ে বাংলাকে রক্ষা করব।” এদিন অরূপ রায় তাঁর বিধানসভা এলাকায় আগামী দিনের নির্বাচনী কর্মসূচির কথা ঘোষণা করেন। আগামী ১২মার্চ শিবরাত্রির দিন সকাল ৮টায় হাজার হাত কালী মন্দিরে পুজো দিয়ে অরূপ রায় মধ্য হাওড়ায় প্রচার শুরু করার কথা জানান। এরপর আগামী ১৭ মার্চ দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান।