হাওড়া,২৩ জানুয়ারি:- হুগলির কানাইপুরে লোকালয়ে বাঘরোল ঢুকে পড়া নিয়ে বিস্তর বাঘের আতঙ্ক ছড়িয়েছিল কয়েকদিন আগে। লোকালয়ে ঢুকে পড়া বাঘরোলকে বাঘ মনে করে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। এবার বাঘরোলের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সংরক্ষণের ব্যাপারেও উদ্যোগী হল হাওড়া জেলা বন দপ্তর। হাওড়াতে ২৩ জানুয়ারি নেওয়া হল সচেতনতা কর্মসূচি। হাওড়া জেলা বন আধিকারিক বিদিশা বসাক জানান, সময়ের অগ্রগতির এবং উন্নয়নের কারণে বনভূমি ধ্বংস করা হচ্ছে। জলাজমি বুজিয়ে প্রমোটিং করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন বনভূমির আয়তন কমছে অন্যদিকে কমছে জলাভূমি।
এই কারণে বিভিন্ন ধরনের পাখি, কাঠবেড়ালি, সাপ, কচ্ছপ বাঘরোল প্রভৃতি বিভিন্ন প্রজাতির প্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে। এইসব প্রাণীদের দেখে আতঙ্কিত হয়ে লোকালয়ের মানুষরা তাদের হত্যা করছে। এই সকল বন্যপ্রাণীদের মানুষ যাতে না হত্যা করে সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিতেই এদিন বৃহস্পতিবার হাওড়ার ফাঁসিতলা থেকে বন্যপ্রাণ সংরক্ষণ যাত্রার উদ্বোধন করা হয়। এইসকল প্রাণীদের হত্যা করলে এক সময় তা বিলুপ্ত হয়ে যাবে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এই সব প্রাণীদের ভয় পাওয়ার কিছু নেই। এরা মানুষের কোনও ক্ষতি করে না বলে দাবি তাঁর। তিনি আরও বলেন, এদিন থেকে বন্যপ্রাণ সংরক্ষণ যাত্রার উদ্বোধন হল। এরপর হাওড়া এবং হুগলির একাধিক জায়গায় বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে প্রচারাভিযান চলবে। এদিনের বন্যপ্রাণ সংরক্ষণ যাত্রায় জেলা বন আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বন আধিকারিক সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে এদিন থেকে জেলা বন দপ্তরের পক্ষ থেকে একটি ট্যাবেলো বের হয়। সেখানে বন এবং বন্যপ্রাণী সম্পর্কে পর্দায় দেখানো ও শোনানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার মানুষকে বনভূমি, বন্যপ্রাণী এবং পরিবেশ প্রভৃতি বিষয়ে জিজ্ঞাসা করার কর্মসূচি নেওয়া হয়।