এই মুহূর্তে জেলা

নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর।

হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর। হুগলির শ্রীরামপুরের মাহেশ এলাকার ঘটনা। মৃতের নাম আক্তারুল শেখ (৪৮)। অভিযোগ পিকআপ ভ্যানে টাকা সংগ্রহ করতে আসে চালক সহ চার কর্মী। গাড়িতে থাকা অন্য দুজন টাকা আনতে যায়, সেই সময় হঠাৎই এক শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। অসতর্কভাবে হলো না নিজে আত্মঘাতী হলো তা পুলিশ তদন্ত শুরু করেছে।