সুদীপ দাস, ৩০ নভেম্বর:- পথ দূর্ঘটনায় জখম রোগীর চিকিৎসা তো দূরের কথা, উল্টে রোগীর ছেলেকে চড় মারার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু। এরপরেই ক্ষোভে পোেটে পরে রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পুলিশ সূত্রে খবর বুধবার সকাল হুগলীর পান্ডুয়ায় একটি মোটর ভ্যানের ধাক্কায় জখম হন পান্ডুয়ার বাসিন্দা সেখ হোসেন(৫৫)।
জখম ব্যক্তিকে প্রথমে পান্ডুয়া গ্রামীন হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিছুক্ষন পরে স্থানান্তর করা হলে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ এদিন সকালে চুঁচুড়া হাসপাতালে নিয়ে এলেও রোগীর সেভাবে কোন চিকিৎসাই হয়নি। রোগীর ছেলে সেখ সেলিমের অভিযোগ বাবার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসককে জিজ্ঞাসা করতে গেলে ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চড় মারে। পাশাপাশি অভিযোগ সেখ হোসেনের কোন চিকিৎসাই করা হয়নি। বারংবার বলার পরও অন্যত্র স্থানান্তরও করা হয়নি বলে অভিযোগ।
পরে সেখ হোসেনের মৃত্যু হয়েছে জানতে পেরেই ক্ষোভে ফেটে পরেন রোগীর আত্মীয়রা। হাসপাতালের ভিতরেই বিক্ষোভ প্রদর্শন করে তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সেখ হোসেনের পরিবার হাসপাতালের বিরুদ্ধে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। পাশাপাশি এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।