এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে ডেনিশ বিল্ডিং এ শিল্পী শুভাপ্রসন্ন।

 

হুগলি,২৩ জানুয়ারি:- হুগলি রিভার কমিশন ও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনরের যৌথ উদ্যোগে পালন করা হলো দি সেকেন্ড হুগলি হেরিটেজ ডে। শ্রীরামপুর কোর্ট কম্পাউন্ডে নতুন রুপে তৈরি হওয়া ড্যানিশ বিল্ডিংএ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ হেরিটেজ কমিটির চেয়ারম্যান শুভা প্রশন্ন ভট্টাচার্য। এদিন জেলার পুরোনো স্থাপত্য নিয়ে একটি বই প্রকাশ করা হয়।তিনি জানান হুগলি জেলার অলিতে গলিতে প্রচুর পুরনো স্থাপত্যে বিল্ডিং রয়েছে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                   যেমন শ্রীরামপুরের এই ডেনিশ বিল্ডিং। ডেনিশ গভর্নমেন্টর প্রতিনিধিরা যে ভাবে বারে এখানে এসে এই বিল্ডিং টাকে নতুন রুপ দেব উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।এবার এই গুলোকে কি ভাবে রক্ষা করা হবে তা ভাবতে হবে।এছাড়াও নতুন প্রজন্মমে এই হেরিটেজ পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.