ব্যারাকপুর ,১৩ ফেব্রুয়ারি:- বিজেপি পার্টির ইতিহাস হচ্ছে দাঙ্গা। এঁদের হাতে প্রচুর মানুষের রক্ত লেগে আছে। শনিবার সন্ধেতে নৈহাটির স্বপ্নবীথি পার্কের কাছে আয়োজিত সভায় এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বাংলার কৃষ্টি,বাংলার সংস্কৃতি রক্ষার্থে আয়োজিত সভায় তৃণমূল সাংসদ নুসরত জাহান বলেন, বিজেপি একটা বড় বিষ। মানুষের সঙ্গে মানুষের লড়াই লাগিয়ে দেয়। বিজেপি বাংলাকে ভালোবাসে না। বাংলার মানুষকে বারংবার অসম্মান করছে। এঁরা বাংলার সংস্কৃতি বোঝে না। তার সংযোজন, তৃণমূল সরকার উন্নয়নের সরকার। কিন্তু বাংলার মানুষ বিজেপিকে ১৮টা আসন দিয়েছে। কিন্তু ওরা কি বাংলার জন্য কিছু করছে। নুসরতের দাবি, ওরা মিথ্যা স্বপ্ন দেখাবে। আর পাঁচ লাখের স্বাস্থ্য সাথী কার্ড দেব আমরা। এদিনের সভায় হাজির ছিলেন স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক, পুরপ্রশাসক অশোক চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমাতে আরও ৩০টি অত্যাধুনিক এম্বুলেন্স রাজ্যে।
কলকাতা, ১০ এপ্রিল:- মুমূর্ষ রোগীদের জীবন রক্ষা এবং পথ দুর্ঘটনায় প্রাণহানি সংখ্যা কমাতে আরও ৩০ টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এলো রাজ্যে। গুরুতর অসুস্থ ও আহতদের হাসপাতালেপৌঁছে দেওয়ার আগে পর্যন্ত যাবতীয় চিকিৎসা পরিষেবা রয়েছে এই অ্যাম্বুলেন্স গুলোতে। জীবন দায়ী চিকিৎসার নানা উপকরণ এমনকি ভেন্টিলেটর বিশিষ্ট এই অ্যাম্বুলেন্স গুলি কে প্রায় এক একটি মিনি হাসপাতাল বলা চলে। সোমবার […]
বন্যা দুর্গত মানুষের পাশে জয় হিন্দ বাহিনী, শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল ও সংখ্যালঘু সেল।
তরুণ মুখোপাধ্যায়, ২৪ সেপ্টেম্বর:- বন্যা কবলিত খানাকুলের দুর্গত মানুষদের ত্রাণের কাজে এগিয়ে এলো শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস, বৈদ্যবাটি সংখ্যালঘু সেল এবং হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের ব্যবস্থাপনায় এদিন সকালে খানাকুলের দুর্গত মানুষদের হাতে চাল, ডাল, তেল, নুন,চিড়ে, মুড়ি, গুড়, ত্রিপল সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিন দেয়া হয়। শ্রীরামপুর সাংগঠনিক জেলা […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এখনো পর্যন্ত ঋণের আবেদন জমা পড়েছে প্রায় ১৩৫৫ কোটি টাকা ।
কলকাতা, ১০ জুলাই:- রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ১৩৫৫ কোটি টাকা ঋণের আবেদন জমা পড়েছে। এরাজ্যের পাশাপাশি রাজ্যের পড়ুয়ারাও এই প্রকল্পে উচ্চশিক্ষার জন্য ঋণ চেয়ে আবেদন জানিয়েছেন। ৯ জুলাই পর্যন্ত মোট ২৫,৮৪৭ টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীর মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন। ছাত্রীর সংখ্যা ৯,৪৬১ বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা ওই প্রকল্পে এ রাজ্য থেকে […]