হুগলি,২২ জানুয়ারি:- নাবালিকা ছাত্রীকে অপহরন করে খুন এবং খুনের পর শারীরিক সম্পর্ক স্থাপন এবং দুটি পা কেটে মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে আজ দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া আদালত। ঘটনায় আরও এক অভিযুক্ত স্মরূপ মজুমদার প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার জুভেনাইল কোর্টে বিচার চলছে। দোষী সাব্যস্ত দুই আসামীর নাম গৌরব মন্ডল ও কৌশিক মালিক। গত ২০১৪ সালের ১২ই ডিসেম্বর বলাগড় জিরাটের উত্তর গোপালনগরের দম্পতি ফুলচাষী চিন্ময় মন্ডল ও গৃহবধু প্রনতি মন্ডলের ১১বছরের মেয়ে অন্বেষা মন্ডল নিখোঁজ হয়। গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সাইকেল নিয়ে অন্বেষা আর ঘরে ফেরেনি। বহু খোঁজাখুঁজির এদিন রাতেই মেয়ে নিখোঁজের খবর থানায় জানান বাবা চিন্ময় মন্ডল।
পরে দিন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু পরের দিন জিরাটে গঙ্গার পারে অন্বেষার মৃতদেহ উদ্ধার হয়। বলাগড় থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে অন্বেষাদের পাশের গ্রাম হাটতলার দুই যুবক গৌরব মন্ডল ও কৌশিক মালিক এবং এক কিশোর স্বরূপ মজুমদার তিনজনে মিলে সেই রাতে অন্বেষাকে অপহরন করে যৌন নির্যাতন করে। সে বাঁধা দেওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুন করে। এরপর অন্বেষার মোবাইল মারফত পরিজনদের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়। তারপর অন্বেষার মৃতদেহ গঙ্গার পারে নিয়ে যায়। সেখানে মৃতদেহের সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করার পর তার দুটি পা কোদাল দিয়ে কেটে মাটিতে পুঁতে দেয়। তিনজনকেই বলাগর থানা গ্রেপ্তার করে। ঘটনার সময় স্মরূপের বয়স কম থাকায় জুভেনাইল কোর্টে তার মামলা শুরু হয়। আজ চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা(২য় কোর্ট) মানস রঞ্জন সান্যাল গৌরব মন্ডল ও কৌশিক মালিককে দোষী সাব্যস্ত করলেন। আগামী ২৭ তারিখ মামলার চূড়ান্ত রায় ঘোষনা হবে। ঘটনায় সরকার পক্ষের আইনজীবি সুব্রত গুছাইত বলেন মোট ৩৩জন স্বাক্ষী ছিলো এই মামলায়। দোষীদের ফাঁসির দাবী জানান অন্বেষার বাবা চিন্ময় মন্ডল।Related Articles
পঞ্চায়েতে বাংলার মানুষ কাকে নিশ্চিহ্ন করে সেটা সময় বলবে, শ্রীরামপুরে দিলীপ।
হুগলি, ৩০ এপ্রিল:- শ্রীরামপুর নাগরিক মঞ্চের আহ্বানে মাহেশ সুরকি ঘাটে গঙ্গা আরতি ও ভজন সন্ধ্যার অনুষ্ঠানে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। দিলীপ ঘোষ বলেন,পঞ্চায়েত বিরোধী শূন্য করার চেষ্টা গতবারও করেছিলেন ওরা তার ফল ২০১৯ সালে তার প্রতি উত্তর পেয়েছিলেন।এবারও চেষ্টা করে দেখুন বাংলার মানুষ কাকে নিশ্চিহ্ন করে সেটা সময়ই বলবে। তৃণমূল দলটাই […]
বন্ধ গনপরিবহন ব্যবস্থা , সমস্যায় পড়েছে ভবঘুরে মানুষেরা , পাশে দাঁড়ালেন আরামবাগের পৌর প্রশাসক।
মহেশ্বর চক্রবর্তী , ১৯ মে:- সংবাদ মাধ্যমে খবরের জেরে নড়েচড়ে বসলো আরামবাগ পৌরসভা। এদিন হুগলি জেলার আরামবাগ শহরের বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে থাকা ভবঘুরেদের করোনা পরিস্থিতিতে রান্না করা খাবার পৌঁছে দিলেন পৌর প্রশাসক স্বপন নন্দী। মঙ্গলবার হুগলি জেলার মধ্যে আরামবাগ শহরে লকডাউনে ভবঘুরেদের অসহায় অবস্থা নিয়ে খবর পরিবেশিত হয়। এর পরই আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন […]
২০ শে ফেব্রুয়ারি সকাল দশটায় প্রচার শেষ সাগরদিঘী উপনির্বাচনের, জানালো কমিশন।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার কারণে সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের প্রচার পর্ব সংক্ষিপ্ত করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রচার করা যাবে ২০শে ফেব্রুয়ারী সকাল ১০ টা পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ শে ফেব্রুয়ারী সকাল দশটা থেকে, তাই তার ৭২ ঘন্টা অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত প্রচার করা যাবে। এরপর আর কোনরকম মিটিং মিছিল […]