হুগলি , ৬ ফেব্রুয়ারি:- শনিবার সকালে কোন্নগরে বিজেপি যুবমোর্চার ডাকা বাইক মিছিল পুলিশ বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলের নের্তৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মিছিলের আগেই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে কোন্নগরের জোড়া পুকুর এলাকা। ঘটনাস্থলে পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কালো পতাকা হাতে নিয়েই বিক্ষোভ দেখায় তৃণমূল। সৌমিত্র খাঁ, প্রবীর ঘোষালকে বেশ কয়েকটি জায়গায় কালো পতাকা দেখায় তারা। প্রত্যুত্তরে সৌমিত্র বলেন যারা কালো পতাকা দেখাচ্ছেন সবাই ভালো থাকবেন।
কারণ আগামী দিনে এরাই বিজেপিতে আসবে। তৃণমূলের দাবী কোন্নগরের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে বিজেপি বহিরাগতদের নিয়ে এসে এই মিছিল এর মাধ্যমে অশান্তি করার চেষ্টা করছে। গঙ্গার ওপার থেকে দুষ্কৃতীদের নিয়ে আসা হয়েছে। তাই এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। অন্যদিকে বিজেপির শ্রীরামপুরের সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচী হটাৎ আজ সকালে প্রশাসন থেকে চিঠি দিয়ে জানায় নির্বাচন কমিশন বলেছে এই বাইক মিছিল করা যাবে না। আগামী কাল শাসকদলের বাইক মিছিল আছে সেটা হলে আমরাও জবাব দেবো। মিছিলের পর গঙ্গা জল ও গোবর জল দিয়ে এলাকা শুদ্ধিকরণে নামে তৃণমূল নেতৃত্ব।