এই মুহূর্তে জেলা

শাহী রিতি মেনে বৈঁচির সিংহ বাড়িতে আজও গান ফায়ারের মধ্য দিয়ে সন্ধী পুজোর শুভারম্ভ ঘটে।

সুদীপ দাস, ৬ অক্টোবর:- প্রায় তিন শতক আগে বানিজ্যের সুবাদে পূর্ব বাংলা থেকে জলপথে পশ্চিমবঙ্গে চলে আসে সিংহ পরিবার। এ রাজ্যের হুগলী জেলার বৈঁচি গ্রাম পূর্ব পাড়ায় বসবাস শুরু করে সিংহ পরিবার। ওপার বাংলায় শুরু হওয়া পুজো বৈঁচিগ্রামের পুর্বপাড়াতেও তখন থেকেই চালু হয়। সে সময় সিংহ বাড়ির নাট মন্দির ছিল মাটির দালানের। ছাউনি ছিল তাল পাতায় মোড়া। কালক্রমে আটচালার সেই নাটমন্দির পাকা হয়েছে। একদা পুরাতন এই জনপদ বর্তমানে বর্ধিষ্ণু এলাকা। গোটা পূর্ব পাড়া জুড়ে সিংহ বংশের প্রায় ৩০টি পরিবারের বাস।

পুজোর সময় এই কটি পরিবার সহ দেশ-বিদেশের নানা প্রান্তে থাকা সিংহ পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে হাজির হন। পুজোর কটি দিন চুটিয়ে আনন্দ উপভোগ করেন তাঁরা। বৈষ্ণব মতে দিক্ষিত হওয়ায় গোটা পরিবার নিরামিষাসী। পজোর কদিন গোটা গ্রামবাসীর জন্য নিরামিষ ভোজের আয়োজন করা হয়। ষষ্ঠীর দিন হয় মায়ের বোধন। শাহী রিতি মেনে এই বাড়িতে আজও গান ফায়ারের মধ্য দিয়ে সন্ধী পুজোর শুভারম্ভ ঘটে। সিংহ পরিবার চায় তাঁদের আগামি প্রজন্ম যে যেখানেই থাকুক না কেন পারিবারিক সংস্কৃতিকে মার্জনা দিয়ে বছরের পর বছর দুর্গা মায়ের আরাধনা করে যাক।