কলকাতা ,২৪ জানুয়ারি:- বিজেপি ক্ষমতায় এলে শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, রাজ্যের সাধারণ মানুষেরও বাক স্বাধীনতা থাকবে না বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। কলকাতার তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, এরাজ্যে শিল্পী থেকে শুরু করে সমস্ত মানুষের স্বাধীনতা রয়েছে। কিন্তু সারা দেশে প্রযোজক-পরিচালক থেকে শুরু করে শিল্পীদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। দলের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ অভিযোগ করেন কুরুচিকর এক শক্তি এরাজ্যে ক্ষমতায় আসতে চাইছে। তারা বাংলাকে ধ্বংস করতে চায়। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও ইমপার সভানেত্রী পিয়া সেনগুপ্ত এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে, গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করা হয়েছে বলে তারা অভিযোগ তোলেন।
তাদের মতে, জয় শ্রীরাম ধ্বনি কখন কোথায় দিতে হয় তা নিয়ে বিজেপি কর্মীদের সম্যক জ্ঞান নেই। ব্রাত্যবাবুর মতে, বাঙালি কৃত্তিবাসী রামায়ণের রাম হলেন একজন এমন ব্যক্তি যিনি নারীদের সম্মান দেন। স্ত্রী’র ভয়ে ভীত থাকেন। তিনি তাঁর স্ত্রী’কে কোনদিন অগ্নিপরীক্ষা করতে বলেন না। দক্ষিণ ভারতীয় ব্যক্তি যারা রামকে অন্য চোখে দেখেন, তাদের সঙ্গে বাঙালি রামের কোন বিচার করা সম্ভব নয়। কুনাল ঘোষের মতে, বিজেপির কিছু বানর সেনা আছে, যারা যখন তখন যেখানে সেখানে জয় শ্রী রাম ধ্বনি দেয়। জয় শ্রীরাম ধ্বনিটা যে কাউকে সম্মান বা সম্মোধন করার জন্য নয়, সেটা তারা বোঝে না। তাঁর মতে বিজেপি-র যদি সবেতেই জয় শ্রী রাম ধ্বনি দেয় তাহলে তাদের উচিত বিয়ে, শ্রাদ্ধ, পিন্ডদান সবেতেই মন্ত্রোচ্চারণ না করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার।