কলকাতা , ১৩ জানুয়ারি:- বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ রাজ্যের সব জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।গতকাল রাতে কলকাতায় পৌঁছনোর পর আজ দিনভর মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে তিনি দফায় দফায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রশাসনিক দায়িত্ব বন্টন,আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।প্রথম পর্বে আজ উপ নির্বাচন কমিশনার কলকাতা ও দক্ষিণ বঙ্গের জেলা গুলির জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী পর্যায়ে তিনি উত্তরবঙ্গের জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। আগামীকাল তিনি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রর সঙ্গে বৈঠক করবেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা গিয়েছে।
Related Articles
বর্ধমান দু নম্বর ব্লকের নবস্থা ২ অঞ্চলে ৪১৫ জন কৃষি উপভোক্তার হাতে কৃষক বন্ধু চেক প্রদান করা হয়।
পু:বর্ধমান,১৫ জানুয়ারি:- বর্ধমান দু নম্বর ব্লকের নবস্থা ২ অঞ্চলে ৪১৫ জন কৃষি উপভোক্তার হাতে কৃষক বন্ধু চেক প্রদান করা হয়। তাদের হাতে চেক তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ পরমেশ্বর কোনার। কৃষি আধিকারিক সৌমেন ঘোষ, বি,ডি,ও অদিতি বসু। Post Views: 284
বিপদের দিনে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলো ডানকুনি স্পোর্টিং ক্লাব।
চিরঞ্জিত ঘোষ ,২৯ মার্চ:- রাজ্য জুড়ে চলছে করোনার ভয়াল ভ্রুকুটি । এই সময় মানুষের পাশে দাঁড়াবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে সামনে থেকে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন । তার মানুষের কাছে বার্তা এই লড়াইয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। আক্রান্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এরই জন্য মুখ্যমন্ত্রী গঠন করেছেন চিফ […]
মহিলাদের নিরাপত্তায় ছাত্রীদের সচেতন করতে হাওড়ার স্কুলে স্বয়ং সিদ্ধা কর্মসূচি।
হাওড়া,১৫ ফেব্রুয়ারি:- শুধু যুবতী,তরুণী বা গৃহবধূরাই নন, কন্যা শিশুরাও বিভিন্ন সময়ে সামাজিক নির্যাতনের শিকার হয়ে থাকে। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময়েই অজ্ঞতা একটা বড় ভূমিকা নেয়। তাই নারীদের এই অজ্ঞতা কাটানোর জন্য হাওড়া সিটি পুলিশের দাওয়াই ” এবার “স্বয়ং সিদ্ধা” কর্মসূচি। যার মাধ্যমে হাওড়া সিটি পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রীদের সচেতন […]