এই মুহূর্তে জেলা

রাজ্যের মুকুটে নতুন পালক হুগলি জেলার দিলীপ যাদবের হাত ধরে।

হুগলি , ৩০ ডিসেম্বর:- রাজ্যের মুকুটে এক নতুন পালক যোগ হলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদবের হাত ধরে। তামিলনাড়ুর নাগাপট্টনামে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সহ সভাপতি নির্বাচিত হলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব। সেখানে সারা ভারতের সভাপতি নির্বাচিত হয়েছেন ভি রজনীত কুমার, সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন আলোক খারে, এবং সি এ ও নির্বাচিত হয়েছেন ডক্টর রাজেশ মিশ্র। কিন্তু দিলীপ যাদব হুগলি জেলা থেকে অন্য রাজ্যে গিয়ে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় খুশির হওয়া এই রাজ্যে। হুগলি জেলার হাত ধরে রাজ্যের মাথায় নতুন পালক জোড়ায় খুশির হওয়া হুগলি জেলা জুড়ে।