হুগলি,১৬ জানুয়ারি:- প্রত্যেক বারের ন্যায় এবছরেও মাছের মেলাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে হুগলী জেলার আদিসপ্তগ্রাম দেবানন্দপুর এলাকার কৃষ্ণপুর অঞ্চল । স্থানীয় সূত্রে জানা যায় দীঘ ৫১৩ বছর আগে শ্রীমত রঘুনাথ দাস গোস্বামীর ঘরে ফেরাকে ঘিরে কৃষ্ণপুরে উত্তরায়ন নামে এই উৎসবের সুচনা হয় । এখানে এদিন দিনভোর নামসংকৃত্তনের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে এক বিরাট মেলা বসে । তবে এই মেলায় জিলিপি পাপড় ভাজা নাগর দোলনা থেকে মাছের আকর্ষণই বেশী বলাই বাহুল্য । নিয়ম মেনেই প্রতি বছর ১লা মাঘ এখানে হরেক মাছ বিক্রি হওয়ার সুবাদে সাধারন মানুষের কাছে এই মেলা ক্রমেই মাছের মেলা হিসাবে পরিচিত হয়ে উঠেছে । মঠ সূত্রে জানা যায় এই এলাকায় একদা জমিদার ছিলেন গোবর্ধন মজুমদার ।
গোবর্ধন বাবুর একমাত্র সন্তান রঘুনাথ দাস পরবত্তী কালে উপাধি পেয়ে রঘুনাথ দাসগোস্বামী হয়ে ওঠেন । তিনি মাত্র ১৫ বছর বয়সে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শনের জন্য পুরি ধামে যাত্রা করেন সেখান থেকে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে । সেখানে এত কম বয়সে সন্ন্যাস নেওয়ার জন্য রঘুনাথ কে দন্ড হিসাবে বাড়ি ফিরে যেতে বলেন । পানিহাটিতে এই দন্ড উৎসব আজও হয়ে আসছে । যাই হোক বহু দিন পর ঘরর ছেলে ঘরে ফিরে আসায় আনন্দে মাতে জমিদার বাড়ি । সেই সময় কিছু বৈষ্ণব রঘুনাথ বাবুকে বলেন আমরা এত ডেকেও মহাপ্রভুর দর্শন পেলাম না কিন্তু তুমি এই বয়সে প্রভুর দর্শন পেয়ে গেলে । তুমি যদি সত্যই প্রভুর দশন পাও তাহলে এই অসময়ে ইলিস মাছের ঝাল আর আমের টক করে খাওয়াও । বৈষ্ণবদের কথামতোন মাঘমাসে অসময়ে পুকুর থেকে ইলিস মাছ ও আম গাছ থেকে আম পেড়ে তাদের খাওয়ান । আর সাথেসাথে শুরু হয়ে যায় গ্রামবাসীদে উৎসব । শুরু হয়ে যায় মাছের মেলা । ৫১৩ বছর ধরে সেই মেলা হয়ে আসছে । ৫০ গ্রাম থেকে শুরু হয়ে ৫০ কেজি বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাছ নিয়ে হাজির হন মাছ ব্যবসায়ীরা । লাভ লোসকান যাই হোক না কেনো এক দিনের এই মেলায় জেলা তথা জেলার বাইরের মৎস ব্যাবসায়ীদের আসা চা – ই – চাই । অন্য দিকে শীতের মরশুমে এই মেলকে ঘিরে এলাকায় বনভোজনের জন্য ভিড় উপচে পরে । অর এই বনোভজনের বিশেষ আকর্ষণ এই মেলা থেকে হাতে গরম মাছ কিনে নরম গরম মাছের নানা রকম আইটেম ।Related Articles
পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার উচ্চ প্রাথমিক এবং ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ , ঘোষনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২১ জুন:- পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। পুজোর পর আরও ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলেও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,উচ্চ প্রাথমিকে ১৪ হাজার এবং প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষককে নিয়োগ […]
চুঁচুড়ায় রচনা অসিতের দ্বন্দ্ব মেটাতে মাঠে নামলেন কল্যাণ।
হুগলি, ৪ জানুয়ারি:- নির্বাচন পর্যন্ত এক হয়ে চলার বার্তা। নির্বাচন মিটলে দুজনকেই লাঠি তুলে দেবেন বলে জানালেন শ্রীরামপুর সাংসদ। বিধায়ক অসিত সাংসদ রচনার হাত ধরিয়ে দ্বন্দ্ব মেটানোর বার্তাও দিলেন কর্মিদের সামনে। আজ চুঁচুড়ায় একটি হলে তৃনমূলের বিধানসভা কর্মি বৈঠক ছিলো। এসআইআর পর্বে কর্মিদের কি করনীয় তার ব্যাখ্যা ছিলো বৈঠকের মূল উদ্দেশ্য। তবে সে সব কে […]
২১ জুলাই শহীদ দিবসে এবার বুথে বুথে শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন হাওড়ায়।
হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আজ হাওড়ায় সদর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন দলের জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক জটু লাহিড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। অরূপ রায় জানান, করোনা পরিস্থিতিতে এবার লাখো লাখো […]







