কলকাতা , ২০ ডিসেম্বর:- উত্তর ২৪ পরগনার অশোকনগরে আজ দেশের অষ্টম তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রের সূচনা করা হয়। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি বলেন, তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম বা ওএনজিসি অশোকনগরে ২০১৮ সালে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায়। জমি অধিগ্রহণে প্রথমে কিছুটা সমস্যা থাকলেও রাজ্য সরকারের হস্তক্ষেপে তা মিটে যায়। মন্ত্রী জানান, এখান থেকে উত্তোলন করা অপরিশোধিত তেল ট্যাঙ্কারে করে হলদিয়া শোধনাগারে নিয়ে যাওয়া হবে।
পাশাপাশি প্রাকৃতিক গ্যাসও এখানে উৎপাদন হবে। তিনি আরও জানান, ওএনজিসি গাঙ্গেয় বদ্বীপ এলাকায় গত ৭০ বছর ধরে খনিজ তেল ও গ্যাসের সন্ধান করছে এবং আজ সাফল্য পেয়েছে। এই এলাকায় আরও অনুসন্ধান চালানো হবে। এই কাজে সহযোগিতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী স্থানীয় মানুষের কাছে আবেদন জানান। ওএনজিসি এপর্যন্ত এই প্রকল্পে তিন হাজার কোটিরও বেশি টাকা লগ্নি করেছে এবং আগামীদিনে লগ্নি আরও বাড়বে বলে শ্রী প্রধান জানিয়েছেন। এই প্রকল্পের দ্বারা রাজ্যে আর্থিক বিকাশ, উন্নয়ন ও কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।