সুদীপ দাস ,২০ ডিসেম্বর:- ভ্রষ্টাচারীদের বিজেপিতে কোন জায়গা নেই। নারদা কান্ডে নাম জড়িত শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পরের দিনই চুঁচুড়ায় এসে সাংবাদিকদের জানিয়ে দিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন চুঁচুড়ায় একগুচ্ছ দলীয় কর্মসূচীতে আসেন কেশব প্রসাদ। উপ-মুখ্যমন্ত্রীর কনভয় প্রথমে আসে চুঁচুড়ায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কার্যালয়ে। সেখানে এসে তিনি কিছুক্ষন দলীয় কার্যকর্তাদের সাথে পরিচয় পর্ব সাড়ার পর সাংবাদিক বৈঠকে সামিল হন। শুরুতেই তিনি পশ্চিবঙ্গের আইন-কানুন নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি বলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি পরায়ন নেতার সংখ্যা এত বেশী যে সেইসমস্ত নেতাদের বাদ দিলে আর তৃণমূলে কেউ থাকবে না। দিল্লীতে কৃষকদের ধর্না প্রসঙ্গে কেশববাবুর বক্তব্য নয়া কৃষি আইনে কোটি কোটি কৃষকের স্বার্থ জড়িত রয়েছে।
তাই নরেন্দ্র মোদীজি সেই আইন বাতিল করছেন না। কিছু স্বার্থান্বেষী মানুষরা সরকারের বদনাম করতে দিল্লীতে কৃষকদের বসিয়ে রেখেছে। সাংবাদিকদের প্রশ্ন ছিলো হাতরস কান্ডে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ প্রথমে বলেছিলেন ধর্ষন হয়নি, কিন্তু এখন সিবিআই তদন্ত করে বলছে ধর্ষন করা হয়েছিলো। সেবিষয়ে কেশববাবু বলেন উত্তরপ্রদেশ সরকারই সিবিআই তদন্তে সায় দিয়েছে। উত্তরপ্রদেশ সরকার দুষ্কৃতিদের সাজা দিতে জানে। তিনি দাবী করেন ২১-এর নির্বাচনে ২০০-র বেশী আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। এরপর তিনি পৌছন চুঁচুড়ার হৃষিকেশ পল্লীতে। সেখানে তিনি গৃহসম্পর্ক অভিযানে যান। বিধানসভা ভোটে বাংলাকে পাখীর চোখ করেছে বিজেপি। গৃহসম্পর্ক অভিযানে গিয়ে ছোট্ট শিশুকন্যার পায়ে হাত দিয়ে নমষ্কার করেন তিনি।