এই মুহূর্তে জেলা

শুভেন্দুকে মীরজাফর আখ্যা দিয়ে ব্যানার কোন্নগরে।

হুগলি , ১৯ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার পর কোন্নগরে পোস্টার দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। পোস্টারে লেখা রয়েছে ‘শুভেন্দু মীরজাফর’। আর তা নিয়ে চাঞ্চল্য কোন্নগর জোরাপুকুর এলাকায়। কে পোস্টার লাগিয়েছে, তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল জানায় দল থেকে কে গেল এসব নিয়ে কেউ ভাবে না। দলের একজন নেত্রী সেটা মমতা ব্যানার্জী।এসব ব্যানার লাগানোর কাজ তৃণমূলের না।