কলকাতা , ২৯ নভেম্বর:- মহার্ঘভাতা নিয়ে ফের স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। তারই বিরোধিতায় সরব বিজেপি। মহার্ঘভাতা নিয়ে স্যাটের নির্দেশকে রাজ্যের চ্যালেঞ্জকে হাতিয়ার করেই আসরে নামল গেরুয়া শিবির। টুইটে অমিত মালব্য এ বিষয়ে লেখেন, ‘রাজ্য সরকারি কর্মীরা বাংলার সরকারের হঠকারিতার শিকার। বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতা ফেরত দিচ্ছে না রাজ্য সরকার। অথচ ইমামদের ভাতা দেওয়া হচ্ছে।’ উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ জুলাই স্যাট নির্দেশ দিয়েছিল,৬ মাসের মধ্যে মহার্ঘভাতা রাজ্যকে মিটিয়ে দিতে হবে।
কীভাবে মহার্ঘভাতা মেটানোর কাজ শুরু হবে তা আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবু রাজ্য সরকার তা করেনি। ঠিক সে কারণে স্যাট-এ আদালত অবমাননার মামলা দায়ের করে কন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও অন্য কয়েকটি কর্মী সংগঠন। স্যাটের সেই রায়ের প্রেক্ষিতেই রিভিউ পিটিশন জারি করে রাজ্য। কিন্তু চলতি বছরের জুলাই মাসে সেই রিভিউ পিটিশন খারিজ করে দেয় স্যাট। আর এবার রাজ্য সরকার স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে।