হুগলি,১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্ররা।এদিন সকালে প্রভাতফেরির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের সূচনা করা হয়। এদিন সকালে প্রায় ২০০০ ছাত্রদেরমিছিল রিষরা ও শ্রীরামপুর শহর পরিক্রমা করে। স্বামী বিবেকানন্দ বাণী সম্বলিত পোস্টার কাটআউট নিয়ে ছাত্ররা প্রভাতফেরিতে অংশ নেন ।শুধুমাত্র ছাত্রছাত্রীরা নন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চক্রবর্তীর নেতৃত্বে সমস্ত শিক্ষকও শিক্ষা কর্মীরা এই মিছিলে পা মেলান। মিছিলের অগ্রভাগে ছিলেন আশ্রম বিদ্যালযএর সন্ন্যাসীরা এদিনের এইপ্রভাত ফেরির অগ্রভাগে ছিলেন। প্রচুর মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রত্যক্ষ রাস্তার দুধারে ভিড় জমান । এছাড়াও আশ্রম বিদ্যালয় এর পক্ষ থেকে এদিন বিশেষ পূজা হোম ও এবং স্বামীজীর জীবন নিয়ে নানা ধরনের আলোচনার আয়োজন করে।
Related Articles
পূর্ব কলকাতায় জলাভূমি রক্ষায় বিভিন্ন দপ্তরকে নিয়ে কমিটি গঠন সরকারের।
কলকাতা, ১৪ জানুয়ারি:- পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা ও ব্যবস্থাপনায় তৈরি সুসংহত পরিকল্পনা রূপায়ণে রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনার রূপায়ণ এর আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট দেবে।তারই ভিত্তিতে পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণ করা হবে বলে রাজ্যের পরিবেশ […]
সরস্বতীও এবার ৮০ ফুট।
উঃ২৪পরগনা, ২৩ জানুয়ারি:- দূর্গা পুজো ও কালী পুজো উপলক্ষ্যে বিশালকার প্রতিমা গড়ে তোলার দৃষ্টান্ত আগেও দেখা গেছে বারাকপুর মহাকুমায়।এবার বাগদেবীর আরাধনায় ৮০ফুটের সরস্বতী প্রতিমা ব্যারাকপুর মহাকুমাবাসীকে উপহার দিতে চলেছেন খড়দহ সূর্যসেন বালক সংঘের সদস্যরা। খড়দহ স্টেশন সংলগ্ন মাধব আশ্রম মাঠে বিরাট পরিসরে গড়ে তোলা হচ্ছে এই বিরাট বিদ্যার দেবীর প্রতিমা। প্রতিবছরই বিশেষভাবে প্রতিমা গড়ে সাধারণ […]
করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্য মন্ত্রিসভার বৈঠক আজ মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের সতর্ক করে দেন। চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তেওয়ারি, বেচারাম মান্না, শশী পাঁজা, রথিন ঘোষ, অরূপ রায়, মলয় ঘটক এই আটজন মন্ত্রী সশরীরে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যদের এলাকায় থাকতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। এলাকায় করোনা বিধি পালন, কনটেইনমেন্ট […]









