এই মুহূর্তে জেলা

নেত্রীর আশ্বাসের পরেই মানভঞ্জন হলো হরিপালের বিধায়ক বেচারাম মান্নার।

হুগলি , ১২ নভেম্বর:- তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আশ্বাসের পরেই মানভঞ্জন হল হরিপালের বিধায়ক তথা সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম মুখ বেচারাম মান্না। বৃহস্পতিবার সকালে বিধাসভায় হাজির হয়ে ইস্তফা পত্র দিয়ে আসেন বেচারাম মান্না। সেই সঙ্গে কালীঘাটে নেত্রীকে একটি মুখবন্ধ খামে চিঠি দেন। ওই চিঠিতে জেলা কমিটি নিয়ে নিজের অসন্তোষ ও অবস্থানের কথা জানিয়ে দেন।বেলা গড়াতেই নেত্রী বেচারামকে ফোন করতেই বরফ গলে যায়। বিকেলে তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত বক্সী ডেকে পাঠান বেচারাম কে। সেখানে ঘন্টা দু’য়েক বৈঠকের পর দলে থেকেই কাজ করবেন বলে জানিয়ে দেন বেচারাম। যদিও এ দিন সংবাদ মাধ্যমে কোন প্রতিক্রিয়া দেন নি। জেলা মুখপাত্র প্রবীর ঘোষাল বলেন ,বেচারাম কে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়ে ছিল। সেটা দূর হয়েছে।