কলকাতা , ৯ নভেম্বর:- আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। অতিমারীর আবহে ভোটার তালিকা সংযোজন ও সংশোধন এর ব্যাপারে সব রাজনৈতিক দলের মতামত নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ বৈঠক করেন। ওই সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলই নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির ওপর জোর দিয়েছে। নতুন ভোটাররা যাতে তালিকায় নাম তুলতে অসুবিধায় না পড়েন তা দেখতে অনুরোধ করা হয়েছে। ১৩ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সিপিএম নেতা রবীন দেব, কংগ্রেসের ঋজু ঘোষাল, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, বুথ লেভেল অফিসাররা যাতে নিয়মিত কাজ করে তা কমিশনকে দেখতে হবে। কবে তারা বুথে বসছেন মানুষ যেন তা জানতে পারেন। কারো নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে সংশ্লিষ্ট ভোটার যাতে তা জানতে পারেন তা কমিশনকে তিনি দেখার অনুরোধ করেছেন। বাম এবং বিজেপি উভয় শিবিরের নেতারা একমাত্র পূর্ণ সময়ের সরকারি কর্মীদের ভোটের কাজে নিযুক্ত করার দাবি জানিয়েছে।
রবিন দেব বলেন, মালদা, মুর্শিদাবাদে নদী ভাঙ্গনের কারণে যেসব ভোটারদের ঠিকানা বদল হয়েছে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে বি এল ও দের কার্যকরী ভূমিকা নিতে কমিশনকে অনুরোধ করা হয়েছে। বিজেপির জয় প্রকাশ মজুমদার অভিযোগ করেন, নজরদারির অভাবে ওই সব আধিকারিকেরা বুথের বদলে বাড়িতে বসে কাজ করছেন। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বিঘ্ন নির্বাচনের জন্য সর্ষের মধ্যের ভূত দূর করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। কংগ্রেসও অতিমারীর আবহে নির্বিঘ্ন নির্বাচনের জন্য কমিশনকে এখন থেকে সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছে।