এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের লাগানো ব্যানার


হুগলি , ৯ নভেম্বর:- হুগলি জেলাতেও কি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। নতুন সমীরণের অঙ্ককে আরো জাগিয়ে তুললো হুগলি জেলার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের লাগানো ব্যানার দেখে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পড়েছে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ব্যানার পোস্টার। তাতে নেই মমতা ব্যানার্জীর ছবি বা তৃণমূল কংগ্রেসের চিহ্ন। ১০ তারিখ শুভেন্দু অধিকারীর ডাকে হতে চলেছে বিশাল জনসভা। সেই দিকেই এখন তাকিয়ে সমস্ত রাজনৈতিক মহল।রাজনৈতিক মহলের একাংশের দাবি শুভেন্দু অধিকারী বিজেপি দলে যোগ দিচ্ছেন। আবার একাংশের মতে শুভেন্দু অধিকারী তৃণমূল দলের সাথে সব সমস্যা মিটিয়ে থাকছে তৃণমূল দলে।

আবার একাংশ মনে করছে বাংলার জননেতা হিসাবে পরিচিত শুভেন্দু অধিকারী হয়তো নিজে একটি আলাদা দল গঠন করতে চলেছে। তবে বিজেপি নেতৃত্ব শুভেন্দুকে দলে পেতে বেশ আগ্রহী। কারণ বিজেপি জানে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী একাই সব রাজনৈতিক হিসাব ওলট পালট করতে পারে। কিন্তু তৃণমূল দলের উচ্চ নেতৃত্ব অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছে শুভেন্দু তাদের দীর্ঘদিনের সঙ্গী আর তৃণমূল দলের অবিচ্ছেদ্য অংশ। তবে শুভেন্দু অধিকারী নিজে অবশ্য এই বিষয়ে এখনো মুখ খোলেননি। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার সাথে হুগলি জেলার বিভিন্ন জায়গায় শুধু শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার ব্যানার পড়ার পরে এই হুগলি জেলাতেও রাজনীতির অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল।

তবে উত্তরপাড়ায় দাদার অনুগামীদের ব্যানার লাগানো নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এটা বিজেপির আসলে তৃণমূল দলকে ভাঙার চেষ্টা যেটা একেবারেই সম্ভব নয়। তবে গতকাল হুগলি জেলা তৃণমূলের কমিটি গঠন হওয়ার পরেই বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে তৃণমূল দলের পুরোনো কর্মীদের মধ্যে। তার মধ্যে সরাসরি মুখ খুলেছে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। একে হুগলি জেলায় নতুন কমিটি নিয়ে দলের অন্দরের ক্ষোভ তারপর দাদার অনুগামীদের হুগলি জেলার বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার দেখে হুগলি জেলার রাজনীতিতে নতুন সমীকরণের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।