কলকাতা , ৫ নভেম্বর:- আগামী বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল আজ একথা ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় রেল মন্ত্রী জানান যাত্রীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করে তাদের যাতায়াত কে মসৃণ করতে রেল পরিষেবা চালু করা হবে। নবান্নে আজ রেলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে নতুন করে ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকের পর সরকারিভাবে না জানানো হলেও রেল সূত্রে খবর প্রাথমিকভাবে মোট ১৮১ জোড়া অর্থাৎ ৩৬২ টি লোকাল ট্রেন চালানো হবে। আগামী সোমবার ফের রেল-রাজ্য বৈঠকে বসবে। যেখানে প্রকাশ করা হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর।
একই সাথে প্রকাশিত হবে টাইম টেবল। তবে রেল সূত্রে খবর, নতুন টাইম টেবল নয়, পুরনো টাইম টেবল মেনেই চালানো হবে ট্রেন। আগামী মঙ্গলবার রেল পরিষেবা পুনরায় শুরু করার বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। রেল সূত্রে খবর, ১৮১ জোড়া ট্রেনের মধ্যে বেশিরভাগ ট্রেন চলবে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে। কম ট্রেন চালানো হবে দক্ষিণ-পূর্ব রেলে। তবে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। আপাতত ঠিক হয়েছে হাওড়া ডিভিশনে চলবে ১০১ টি ট্রেন। শিয়ালদহ ডিভিশনে চালানো হবে ২২৮ টি ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-হাওড়ার মধ্যে চলবে ৩৩ বা ৩৪ টি ট্রেন।